দুর্দান্ত জয়ের পরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 27, 2018

দুর্দান্ত জয়ের পরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল!



রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নক আউট পর্ব নিশ্চিত করার জন্য সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল নেইমার জুনিয়রের ব্রাজিল। আর এই ম্যাচ দুর্দান্ত খেলে সার্বিয়াকে ২ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

কিন্তু একই সাথে ব্রাজিল পেয়েছে এক বড় দু:সবাদ। এই ম্যাচেই ইনজুরিতে পড়েচ্ছেন ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার মার্সেলো। ম্যাচের ১০ মিনিটের মাথায় তার হাটুতে ব্যাথা শুরু হয়। তার বদলে ম্যাচের ১০ মিনিটেই নামানো হয় ফিলিপ লুইজকে।


তার ইনজুরি নিয়ে খুব বেশি শংকা থাকলেও তাকে হেটেই মাঠ পার হতে দেখা যায়। সর্বশেষ পাওয়া খবরে জানা যায় ইনজুরি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।


তবে এখনো জানা যায়নি তার ইনিজুরির কি অবস্থা বা কতদিন সময় লাগবে মাঠে ফিরতে।
এর আগে ব্রাজিলের আরেক নির্ভরযোগ্য খেলায়াড় কস্তা ইনজুরিতে পড়ায় বিপদে আছে হেক্সা মিশনে আসা ব্রাজিলিওরা। কস্তার হয়তো আর এই বিশ্বকাপ খেলা হবে না।
এসিকে ‘ই’ গ্রুপের সেরা হওয়ায় ব্রাজিল নক আউটে ‘এফ’ গ্রুপের রানার্সআপ মেক্সিকোকে মোকাবেলা করবে। আগামী ২ জুলাই রাত ৮টায় সামারা অ্যারেনায় মুখোমুখি হবে ব্রাজিল ও মেক্সিকো।



No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন