দ্বিখণ্ডিত হৃদয়ের ইমোজি দেন শাকিরা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, June 21, 2018

দ্বিখণ্ডিত হৃদয়ের ইমোজি দেন শাকিরা


আমার বাঁশখালী ডটকম:
নিজে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নাগরিক, ফুটবল যেখানে তুমুল জনপ্রিয়। তাঁর পার্টনার আবার স্পেনের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় জেরার্ড পিকে। ফুটবল বিশ্বকাপ তাই দারুণ উত্তেজনায় কাটছে শাকিরার। মঙ্গলবার নিজের দেশ কলম্বিয়ার প্রথম খেলা ছিল। নিজের দুই সন্তানকে নিয়ে বেশ জমিয়েই ম্যাচ দেখতে বসেছিলেন গায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কলম্বিয়া সমর্থন করে পোস্ট দেন, যেখানে হলুদ জার্সি পরা অবস্থায় দেখা গেছে শাকিরার দুই সন্তানকে। ক্যাপশনে লেখেন, ‘ভামস কলম্বিয়া’।
তবে দুর্ভাগ্য, খেলায় জিততে পারেনি কলম্বিয়া, হেরে গেছে জাপানের কাছে, হৃদয় ভেঙে দিয়েছে ‘হিপ’স ডোন্ট লাই’ গায়িকার। খেলা শেষে এক টুইটার পোস্টে দ্বিখণ্ডিত হৃদয়ের ইমোজি দেন শাকিরা। আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।

প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন