আমার বাঁশখালী.কম:
চিত্রনায়িকা অপু বিশ্বাস আর তাঁর ছেলে আব্রাম খান জয়ের গায়ে ব্রাজিলের ১০ নম্বর জার্সি। তবে তাতে নেইমারের নাম নেই। আছে মা আর ছেলের নাম। গতকাল শুক্রবার রাতে এই জার্সি পরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন অপু। আজ শনিবার প্রথম আলোকে তিনি বললেন, ‘আমি কিন্তু বরাবরই ব্রাজিলের সমর্থক। গতকাল ব্রাজিলের খেলা দেখে মুগ্ধ হয়েছি! শেষ ছয় মিনিটে কী ঝড় তুলল! এটাই আসল ব্রাজিল।’
অপু বিশ্বাস কলকাতায় ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। ঢাকায় ফিরেছেন ঈদের আগের দিন রাতে। জানালেন, কলকাতায় যাওয়ার আগে জার্সি তৈরির ফরমাশ দিয়ে যান। এরই মধ্যে জার্সি তৈরি হয়ে গেছে। জার্সির নম্বর ১০ হলেও তাতে লেখা আছে অপু আর আব্রামের নাম। গত রোববার প্রথম খেলায় সুইজারল্যান্ডের সঙ্গে ব্রাজিল যখন ড্র করে, তখন তিনি মোটেও হতাশ হননি। বললেন, ‘আমি বিশ্বাস করেছি, দ্বিতীয় খেলায় কোস্টারিকার সঙ্গে ব্রাজিল ঠিকই ঘুরে দাঁড়াবে। আর এবার নেইমার গোল করবে। আমি যা বিশ্বাস করেছি, গতকালের খেলায় তা-ই হয়েছে।’
অপু জানালেন, আগামী ২০ জুলাই পর্যন্ত তিনি ঢাকায় আছেন। এরপর কলকাতায় ছবির শুটিংয়ের জন্য তাঁর যাওয়ার কথা আছে। সেখানে তিনি সুধীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ নামের এই ছবির প্রথম ধাপের কাজ করবেন।




No comments:
Post a Comment