রুবেলের অলরাউন্ডার নৈপুণ্যে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার ৪ উইকেটে বিশাল জয় - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, June 5, 2018

demo-image

রুবেলের অলরাউন্ডার নৈপুণ্যে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার ৪ উইকেটে বিশাল জয়

34441207_2079195119027547_2804903996962111488_n


আমার বাঁশখালী.কম, ক্রিড়া প্রতিবেদক-মোহাম্মদ এরশাদ:
Cjks জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ার ব্যাটারী এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-সাইফ পাওয়ার ৩য় বিভাগ ক্রিকেট লীগ। ৩ জুন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মোকাবিলা করেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বনাম চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা। উক্ত খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ৪ উইকেটে চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ২য় রাউন্ডে উক্তিন্ন হয়।

সকাল- ৯ টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার আগের ব্যাটিং করতে নেমে ৪০ / ৩৭.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান সংগ্রহ করেন। দলের হয়ে মোঃ বোরহান ২৯, মোঃ রাকিব ১৪, রান করেন।বোলিং মোঃ ইমাম হোসেন ৩টি রাশেদুল বারি ২টি ফয়সাল ২টি সুদিপ্ত, রুবেল ১টি করে উইকেট লাভ করে। জবাবে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ১০৫ রানের জয়ের লক্ষকে ব্যাট করতে নেমে ২১. ওভার ৬ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেন। দলের হয়ে সুমন দাশ ১২* ফয়সাল ১০, রুবেল হোসেন ৩৮, রান করেন।বোলিং মোঃ আমান ৩টি মোঃ আসিফ ১টি করে উইকেট লাভ করে। উক্ত খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ রুবেল হোসেন । প্রথম বারে অংশগ্রহ করে পর পর তিন ম্যাচে জয় লাভ করে ২য় রাউন্ডের উত্তিন্ন্ হওয়ায় উক্ত টিমের সকল খেলোয়াড় কর্মকতা কোচ সহ ক্রিকেট কমির্টির সকল কর্মকতা দের কে। বাঁশখালী ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এম.পি) বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাকসুদুর রহমান মুল্লা মহোদয়, বাঁশখালী থানা অফিসার ইন- চার্জ জনাব মোঃ সালাহউদ্দিন মহোদয়, এসিলেন্ড মোঃ আরিফুল হক মৃদুল মহোদয়, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমদ রবি, উক্ত লীগের ক্রিকেট কমির্টির চেয়ারম্যান ও বাঁশখালী ক্রিকেট বাঁশখালী ক্রিকেট একাডেমী চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, কো, চেয়ারম্যান, তোফাইল বিন হোছাইন, টিম মেনেজার ও বাঁশখালী পুজা উদযাপন কমির্টির সম্মানিত সভাপতি বাঁশখালী ক্রিকেট একাডেমির উপদেষ্ঠা প্রদীপ গুহ দাদা জিলহাজ উদ্দিন মনিরুল আলম জাহাঙ্গীর হোসেন সহ সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আমার বাঁশখালী ডটকম

প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *