চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ১৫ বসতিকে উচ্ছেদ করলো প্রশাসন
চট্টগ্রামে টানা বর্ষণের কারণে ভূমি ধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার দুপুরে নগরীর একে খান পাহাড় এলাকায় এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন। অভিযানে ১৫টি বসতি উচ্ছেদ করা হয়।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন জানান, আমরা অনেক দিন ধরে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের সরে যেতে নির্দেশ দিয়েছি। মাইকিংও করা হয়েছে। তারপর সরে না যাওয়ায় আমরা অভিযানে নেমেছি। অভিযানে ১৫টি বসতি উচ্ছেদ করা হয়। যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের যাতে কোন অসুবিধা না হয়, সে জন্যে নগরীর বিভিন্ন এলাকায় ৭টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে।
অভিযানে সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মনসুর, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শারমিন আকতারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment