আমার বাঁশখালী ডটকম:
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে নিজ বাসভবনসংলগ্ন ৫৪ ওয়ার্ডের আউচপাড়ায় বছিরউদ্দিন উদয়ন একাডেমি স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোটপ্রদান শেষে কেন্দ্র থেকে বের হয়ে হাসান উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর সঙ্গে সঙ্গে ১০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন এজেন্টকে আটক করে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এসব অভিযোগের ব্যাপারে রির্টানিং অফিসারকে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শেষ পর্যন্ত লড়ে যাবো।আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।




No comments:
Post a Comment