চট্টগ্রাম নগরীতে সন্ধ্যার পর কিশোর-শিক্ষার্থী আড্ডা দিলে গ্রেপ্তার! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, June 25, 2018

চট্টগ্রাম নগরীতে সন্ধ্যার পর কিশোর-শিক্ষার্থী আড্ডা দিলে গ্রেপ্তার!


আমার বাঁশখালী ডটকম:
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম সন্ধ্যার পর কোনো কিশোর বা শিক্ষার্থীকে বাইরে আড্ডা দিতে দেখলে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে সিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
চট্টগ্রাম নগরীর হালিশহর আর্টিলারি রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ১০ জনের বিষয়ে জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৭ জুন রাতে নগরীর হালিশহর আর্টিলারি রোডে সিনেমা দেখে ফেরার পথে দুর্বৃত্তরা মোহাম্মদ সুমন (১৭) ও তার বন্ধুদের মোবাইলসহ টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সুমনকে ছুরিকাঘাত করলে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুমন।
এ ঘটনায় মঙ্গলবার রাত ও গতকাল বুধবার ভোরে হালিশহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ কিশোরকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। সাম্প্রতিক সময়ে নগরে কিশোর অপরাধ বৃদ্ধির বিষয়ে অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, পরিবারে সন্তানদের নিয়ন্ত্রণ না থাকায় বাড়ছে কিশোর অপরাধ। ছোট বিষয় নিয়ে বড় ঘটনার সৃষ্টি হচ্ছে।
পরিবারের উচিত তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করা, সন্তানদের কাজ মনিটরিং করা।
তিনি বলেন, সিএমপির প্রতিটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে সন্ধ্যার পর কিশোর বা শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলে তাদের গ্রেপ্তার করা হবে। সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ–কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত উপ– কমিশনার এএএম হুমায়ুন কবির, অতিরিক্ত উপ– কমিশনার আবু বক্কর ছিদ্দিক, অতিরিক্ত উপ– কমিশনার অলক বিশ্বাস, সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন, সহকারী কমিশনার আশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার বাঁশখালী ডটকম। 


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন