আমার বাঁশখালী স্পোর্টস ডেস্ক:
বর্ণবাদের অভিযোগে জার্মান ফুটবল দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন জার্মানির অন্যতম সেরা ফুটবলার মেসুত ওজিল। ২০১৪ বিশ্বকাপের জার্মানি জয়ী দলের সদস্য মেসুত বর্ণবাদির অভিযোগে জাতীয় দল থেকে অবসরের ঘোষনা দেন।
আর ওজিলের অবসর নেওয়ার পরে তাকে নিয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন দিলো জার্মান ফুটবল সংস্থা। এক বিবৃতিতে জাতীয় দল থেকে ওজিল অবসর নেওয়ায় দুঃখ প্রকাশ করে ডিএফবি। একই সঙ্গে বর্ণবাদের দাবি অস্বীকার করে তারা।
“ডিএফবির বর্ণবাদে জড়িত থাকাটা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। বহু বছর ধরে জার্মানিতে জাতিগত ঐক্য তৈরিতে ডিএফবি কাজ করে আসছে।”তবে ওজিলের ব্যাপারটি কেবল অস্বীকারও করেননি তারা। ডিএফবি আরো বলেন তাদের প্রতিবেদনে ,’ “এটা দুঃখজনক যে মেসুত ওজিল উপলব্ধি করেছে যে বর্ণবাদী স্লোগানের লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচতে সে যথেষ্ট সমর্থন পায়নি।




No comments:
Post a Comment