অষ্টম প্রজন্মের ইনটেল প্রসেসর ব্যবহার করে তৈরি নতুন ম্যাকবুক প্রো বাজারে এনেছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। আগের যেকোনো ম্যাকবুক প্রোর চেয়ে দ্রুত গতিতে চলবে নতুন এই ১৩ ও ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো, এমনটাই দাবি অ্যাপলের।
বৃহস্পতিবার ম্যাকবুকের নতুন মডেলগুলো উন্মোচন করেছে অ্যাপল। ছয় কোরের ১৫ ইঞ্চি ম্যাকবুক আগের চেয়ে ৭০ শতাংশ এবং কোয়াড কোর ১৩ ইঞ্চি মডেল আগের চেয়ে প্রায় ৫০ শতাংশ কার্যক্ষমতা বাড়বে বলে দাবি অ্যাপলের।
চলতি মাসের শেষ দিকে অ্যাপল অনুমোদিত স্টোরগুলোতে নতুন ম্যাকবুক প্রো পাওয়া যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে অ্যাপল।
নতুন ম্যাকবুক প্রোতে ৩২জিবি পর্যন্ত সিস্টেম মেমোরি স্থাপন করা যাবে। এছাড়া এটি চার টেরাবাইট পর্যন্ত সুপার-ফাস্ট এসএসডি সাপোর্ট করবে।
মার্কিন বাজারে টাচবারসহ নতুন ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রোর দাম শুরু হচ্ছে ১৭৯৯ মার্কিন ডলার থেকে। আর ১৫ ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে ২৩৯৯ ডলারে।
No comments:
Post a Comment