বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি’র মধ্যোকার খেলায় কোম্পানিগঞ্জ সিরিজ জয় - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, July 18, 2018

বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি’র মধ্যোকার খেলায় কোম্পানিগঞ্জ সিরিজ জয়


আমার বাঁশখালী.কম:
বাঁশখালী ক্রিকেট একাডেমি কতৃর্ক আয়োজিত কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি বনাব বাঁশখালী ক্রিকেট একাডেমি মধ্যোকার ক্রিকেট সিরিজের শেষ খেলা ১৮ জুলাই বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
খেলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত সিরিজের পুরস্কার বিতরণ করেন বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবদুল আহাদ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম বাবু, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার বাঁশখালী প্রতিনিধি ও আমার বাঁশখালী.কম এর সম্পাদক মোহাম্মদ ছৈয়দুল আলম, বাঁশখালী ক্রিকেট একাডেমির সহ-সাধারণ সস্পাদক জাহাঙ্গীর হোছাইন সামিত।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি টসে জিতে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাটান। নির্ধারিত ৪০/৩৩. ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেন। দলের হয়ে জিহাদ ৩০, রিয়াজ ২৯,শাকিল ২০ সোহেল ২০, নান্টু দাশ ১৪, রান করে। বোলিং জাহিদ ৩টি নাঈম ২টি করে উইকেট লাভ করেন। জবাবে কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি ১৭২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২৬. ওভারে উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে দলের হয়ে হৃদয় ৪১, রকি ২০ জাহিদ ১৬ রান করেন। বোলিং সাদ্দাম ৪টি শুভ চক্রবর্ত্তী ৩টি করে উইকেট লাভ করেন। উক্ত খেলাই কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি উইকেটে জয় লাভ করেন। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন কোম্পানিগঞ্জের জাহিদ। প্রেস বিজ্ঞপ্তি।’

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন