শনিবার বাঁশখালীতে ৭৫ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, July 13, 2018

শনিবার বাঁশখালীতে ৭৫ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে


আমার বাঁশখালী.কম প্রতিবেদক:
২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে শনিবার (১৪ জুলাই) সারাদেশে এক লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, এই জাতীয় টিকা দিবসে চট্টগ্রামের বাঁশখালীতেও 0 থেকে ৫ বছর পর্যন্ত প্রায় ৭৫ হাজার শিশুকে টিকা খাওয়ানো হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সাংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন এ তথ্য জানান। স্বাস্থ্যসচিব জানান, শনিবার জাতীয় টিকা দিবসে পাঁচ বছরের নিচের সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। ওই বয়সী যে শিশুরা আগে জাতীয় টিকা দিবসে বা নিয়মিত টিকাদান কর্মসূচিতে পোলিও টিকা খেয়েছে, তাদেরও এই কর্মসূচিতে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। এমনকি যেসব শিশু ওই দিন জন্মগ্রহণ করবে, তারাও বাদ যাবে না। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব টিকা কেন্দ্র খোলা থাকবে। নিয়াজউদ্দিন আরও জানান, নিয়মিত টিকাদান কেন্দ্র ছাড়াও ভ্রমণরত ও ভাসমান শিশুদের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন জনসমাগমস্থলে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে টিকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। জাতীয় টিকা দিবস সফল করতে সবার সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যসচিব। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক এ কে এম আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন