এই এক কৌশলে বাজিমাত করছেন ব্রাজিল কোচ তিতে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, July 4, 2018

এই এক কৌশলে বাজিমাত করছেন ব্রাজিল কোচ তিতে

এই এক কৌশলে বাজিমাত করছেন ব্রাজিল কোচ তিতে

যারা ড্রিবলিং পারে না তারাই নাকি ডিফেন্ডার! একটা সময় পর্যন্ত এমন কথা বেশ জোরেশোরেই প্রচলিত ছিল ব্রাজিলিয়ান রক্ষণসেনাদের সম্পর্কে। জোগো বনিতার দেশে অপরূপ পায়ের কাজ, দুর্দান্ত স্কিল আর অসাধারণ গোলই যেখানে শেষ কথা; সেখানে তারকারদের পেছনে দাঁড়িয়ে দূর্গ সামলানো সেনাদের কথা কেইবা মনে রাখে! আশার কথা হচ্ছে, ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের দুঃখ-অপবাদের দিন সম্ভবত শেষ হতে চলেছে! টিটে নামের ৫৭ বছর বয়সী এক ফুটবল দার্শনিক দেখিয়ে দিচ্ছেন, শিরোপা কেবল আক্রমণে ভর করে আসে না, চাই জমাট রক্ষণও।
নেইমারের মতো অসাধারণ এক কৌশলি ফুটবলার থাকার পরও টিটে তার রক্ষণ ভারি করেছেন একদল নিবেদিত, পরিশ্রমী, সাফল্যে বিশ্বাসী ডিফেন্ডারদের দিয়ে। ফলটা দেখুন; দ্বিতীয় রাউন্ড পর্যন্ত সেলেসাওদের জালে বল জড়িয়েছে কেবল মাত্র একবার!
টিটে কখনোই ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি। বড় বড় কোচদের মতো তার জীবনবৃত্তান্ত ভারিও নয়। তবে, তার মন ভীষণ রকমের কৌতূহলি। ২০০৮-০৯ মৌসুমে যখন ইন্টারন্যাসিওনালের দায়িত্ব সামলাচ্ছিলেন, তখন তার অধীনে খেলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার আন্দ্রেস ডি আলেহান্দ্রো। আলেহান্দ্রোই তাকে ইউরোপিয়ান ফুটবল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ইউরোপিয়ান ফুটবলে কতটা শক্ত প্রতিদ্বন্দ্বীতা হয় সেটা সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন।
সেই জ্ঞান বাড়াতে ইউরোপ সফরে যান টিটে। পেপ গার্দিওলার বার্সেলোনা, কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ও আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালের কোচিং দর্শন মগজে নিয়ে
ফেরেন। পরে সেটা কাজে লাগান করিন্থিয়াসে। ফলাফল, ২০১১-১২ মৌসুমে ঘরোয়া ও সাউথ আমেরিকার শ্রেষ্ঠত্ব জিতে নেয় ব্রাজিলিয়ান ক্লাবটি। চেলসির মতো জায়ান্ট ক্লাবকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিও করিন্থিয়াসের শোকেসে জমা হয় সেবারই।
কিন্তু টিটের সবচেয়ে বড় শিক্ষাটা ছিল ২০১৪ বিশ্বকাপের মিনেইরো ম্যাচ থেকে। জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচটি টিভিতে দেখেছিলেন এই কোচ। চোখে
পানি থাকলেও তখনই তার মাথায় আসে ম্যাচ জিততে এই ব্রাজিলের কেবল আক্রমণ নয়, দরকার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া একস্তম্ভ রক্ষণেরও। টিটে অবশ্য তখনও জানতেন না দুই বছর বাদে সেই ব্রাজিলকেই সামলানোর দায়িত্ব চাপবে কাঁধে।২০১৬ সালে যখন দায়িত্ব পেলেন টিটে, ব্রাজিল দলে তখনও মিনেইরোর কালো ছায়া। অনেকের বিশ্বাস ছিল
বিশ্বকাপে গেলেও দ্রুতই ঝরে যাবে দলটি। আমার বাঁশখালী ডেক্স রিপোর্ট।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন