কোটা সংস্কারের সংকট নিরসন এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবীতে কর্মসূচিতে হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া কয়েকজনকে মুচলেকা নিয়ে সতর্ক করে দিয়েছে জবি প্রশাসন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রলীগের দুই কর্মী হলেন গণিত বিভাগের পরাগ ও ইতিহাস বিভাগের নূরে আলম। মুচলেকা দেয়া ছাত্ররা হলেন, একাউন্টিং বিভাগের ৯ম ব্যাচের রিয়াজ, পদার্থ বিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের সাইমুম আবরার, ১২তম ব্যাচের জয়নুল আবেদিন, মনোবিজ্ঞান বিভাগের ১০ তম ব্যাচের কামরুল হাসান, রসায়ন বিভাগের সাইফুল্লাহ বিজয়, ১২ তম ব্যাচের সাগর, ১৩তম ব্যাচের আসিফ ও দর্শন বিভাগের ১২ তম ব্যাচের মাজু।
বহিষ্কারের বিষয়ে হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হামলার ঘটনাটি অনেক পর্যবেক্ষণ করে চূড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জবি প্রশাসন।
গেল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোটের দ্রুত প্রজ্ঞাপন জারি করে কোটা সংস্কারের সংকট নিরসন এবং নিরাপদ শিক্ষাজ্ঞনের দাবীতে কর্মসূচিতে হামলা করে ছাত্রলীগ।
এতে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরের দিন হামলার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রজোট। আলাদা করে অভিযোগ দায়ের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এসব অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
No comments:
Post a Comment