আমার বাঁশখালী ডেস্ক:
জেলার বাঘাইছড়ি উপজেলায় বন্দুক যুদ্ধে বন কুসুম চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (২৬ জুলাই) উপজেলার রূপকারি ইউনিয়নের দাঙ্গাছড়া, রাইন্নাছড়া ও বেতাগীছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো আরো জানিয়েছে, জেএসএস (সংস্কার),ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং মূল ইউপিডিএফ এই তিনটি দল তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে তিন দলের মধ্যে প্রায় দুই ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ শুরু হয়। এতে প্রায় ৪ শত রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় জেএসএস সর্মথিত সংস্কারপন্থী সদস্য বন কুসুম চাকমা ঘটনাস্থলে নিহত হয়েছে বলে জানান।
‘অপরদিকে ইউপিডিএফের মূল দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমির হোসেন এ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আমরা এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌছাতে পারিনি বলে তিনি জানান।
No comments:
Post a Comment