একটি খামারে জন্ম নেয় দুই মাথাওয়ালা বাছুর! বাছুরটির চার চোখ রয়েছে। বাছুরটির দুই মাথাই কর্মক্ষম। জন্মের পর অদ্ভুত এই বাছুর দুই মুখ দিয়েই দুধ খেয়েছে।
খবর এবেলার।
এমন বিরল ঘটনা ঘটেছে ব্রাজিলে। খামারের মালিক জিকা সোয়ারেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন বাছুর যে তাদের খামারে জন্মাতে পারে, তা তিনি স্বপ্নেও ভাবেননি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ তাদের এক প্রতিবেদনে জানায়, দুই মাথাওয়ালা এই বাছুরের জন্ম ব্রাজিলের গোইয়া প্রদেশের কাইয়াপোনিয়া শহরের এক খামারে। তার জন্মের পরেই এক ভিডিও তোলা হয়। ভিডিওটি ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, খামারের ঘাসজমিতে বাছুরটি শুয়ে রয়েছে এবং এক খামার কর্মী তাকে একটি ফিডিং বোতলে করে দুধ খাওয়াচ্ছেন। বাছুরটি দুই মুখেই দুধ খাচ্ছে। খামারকর্মী জানিয়েছেন, বাছুরটির দুই মাথাই কর্মক্ষম।
তবে বাছুরটি জন্মের পর থেকেই খুব দুর্বল ছিল। জন্মের মাত্র ৫ দিন পরেই বাছুরটি মারা যায়।
স্থানীয় পশু চিকিৎসক ড্যানিয়েল রিবেরিও কামারগোস জানিয়েছেন, এটি একটি অতিবিরল ঘটনা।
No comments:
Post a Comment