আরেকটি দারুণ জুটি উপহার দিলেন সাকিব-তামিম - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, July 28, 2018

demo-image

আরেকটি দারুণ জুটি উপহার দিলেন সাকিব-তামিম

.com/blogger_img_proxy/

আমার বাঁশখালী ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানায় সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ দুটি জুটি উপহার দিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে দুজন গড়েছিলেন ২০৭ রানের জুটি। দ্বিতীয় ওয়ানডেতে এই দুজন ৯৭ রানের জুটি উপহার দেন।শনিবার সেন্ট কিটসে সিরিজ নির্ধারণী ম্যাচেও আরেকটি দারুণ জুটি উপহার দিলেন এই দুজন। এদিন তামিম-সাকিব মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৮১ রানের জুটি। তবে ৩৭ রান করে সাকিব ফিরে গেছেন নার্সের শিকার হয়ে। আর তামিম ইকবাল আরেকটি ফিফটি তুলে নিয়ে এগিয়ে নিচ্ছেন দেশকে। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর দ্বিতীয় ওয়ানডেতেও ফিফটি করেছিলেন তামিম।
সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ ৪৮ রানে জেতার পর দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করে ৩ রানে। এই ম্যাচে যে দল জিতবে সিরিজ হবে তাদেরই। প্রথম দুই ম্যাচের মতো এদিনও টসে জয় লাভ করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। প্রথমে ব্যাটিং বেছে নেন তিনি। তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমে এদিন ৩১ বলে মাত্র ১০ রান করে ফিরে যান এনামুল হক বিজয়। তার অমন মন্থর-ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটাও তাই ছিল মন্থর। ৯.৩ ওভারে দলীয় ৩৫ রানে ফিরেন বিজয়। জেসন হোল্ডারের বলে কাইরান পাওয়েলের হাতে ক্যাচ হন তিনি।
এরপর তামিম ইকালের সঙ্গে সাকিবের দারুণ জুটি। যে জুটিতে দলীয় শতরান পার করে বাংলাদেশ। ২২.১ ওভারে দলীয় শতরান পূরণ করে বাংলাদেশ। তামিম তোলে নেন ফিফটি। তবে ২৬তম ওভারে নার্সের বলে কিমো পলের হাতে ক্যাচ হন সাকিব। ৪৪ বলে ৩ চারে ৩৭ রান করেন সাকিব।
দীর্ঘ দুই বছর ধরে ওয়ানডে সিরিজ জেতে না বাংলাদেশ। বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষাটা আরও অনেক লম্বা। দীর্ঘ ৯ বছর ধরে দেশের বাইরে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। বিদেশে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল সেই ২০০৯ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে।
এম্যাচে তাই এই দুটি অপেক্ষা ঘোচানোরই মিশন বাংলাদেশের। আর এই মিশনে বাংলাদেশ মাঠে নেমেছে দল অপরিবর্ত একাদশ নিয়ে। অন্যদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামছে দলে দুটি পরিবর্তন এনে। জেসন মোহাম্মেদ ও আলজারি জোসেফের জায়গায় একাদশে ফিরেছেন কাইরান পাওয়েল ও শেলডন কটরেল।
একাদশ :
বাংলাদেশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ : ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ (উইকেটকিপার), কাইরান পাওয়েল, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভমান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলে নার্স ও শেলডন কটরেল।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *