![]() |
বাঁশখালী গীতামৃতম্ সংঘের ৩য় বর্ষপূর্তিতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করছেন শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পরী মহারাজ |
আমার বাঁশখালী.কম:
বাঁশখালী গীতামৃতম্ সেবা সংঘ এর ৩য় বর্ষপূর্তি উদযাপন ও মহাপূণ্য তিথি রথযাত্রা উপলক্ষ্যে গত ২০ জুলাই শুক্রবার বিকেলে ধর্মীয় সঙ্গীতাঞ্জলী, আলোচনা সভা, গীতা শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সম্মেলন এর আয়োজন করা হয়।
পূর্ব চেচুরিয়া শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন, শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পরী মহারাজ, প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পরী মহারাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও খ্যাতিমান চিকিৎসক ডাঃ শ্রী পিযুষ চন্দ্র পাল (পিসি পাল)। বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী সহ-প্রতি ঋত্বিক অধ্যাপক শ্রী দিলীপ কান্তি দাশ, বাঁশখালী জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক শ্রী বাবুল কান্তি দেব, বাঁশখালী মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজের অধ্যাপক শ্রী তুষার কান্তি ভারতী, বাগীশিক বাঁশখালী শাখার সভাপতি মাস্টার শ্রী শংকর প্রসাদ দাশ,বাগীশিক বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মাস্টার শ্রী কাঞ্চন গুপ্ত, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার শ্রী বিমল রুদ্র, শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি শ্রী দ্বীনবন্ধু তালুকদার, বাঁশখালী কৃষি ব্যাংক কর্মকর্তা শ্রী চিত্ত রঞ্জন সুশীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গীতামৃতম সেবা সংঘের সদস্য শ্রী কাজল চক্রবর্তী ও জাগো হিন্দু পরিষদ চেচুরিয়া ইউনিট এর প্রধান উপদেষ্টা শ্রী নিউটন দাশ।
অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন, সর্বশ্রী সায়ন চৌধুরী, সুজন সুশীল, মিলন বিশ্বাস, রনি দ্ত্ত, পলাশ সুশীল, প্রনব দাশ টিপু। জাগো হিন্দু পরিষদ বাঁশখালী শাখার যুগ্ম আহবায়ক শ্রী ধীমান দাশ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন করেন গীতামৃতম্ সেবা সংঘের প্রতিষ্টাতা সদস্য মিশন বিশ্বাস, পুলিন সুশীল, মাস্টার হারাধন দাশ, প্রদীপ দাশ, পলাশ সুশীল, সুজন সুশীল, । আনন্দময়ী কালী মন্দির গীতা বিদ্যা পিঠ এর ছাত্রী- দীপা, পিয়ন্তি, কৃপা, অর্ণী সিকাদার। রক্ষা কালী গীতা বিদ্যা পিঠ এর ছাত্রী প্রমি ও রিতা দে।
ছবির ক্যাপশনঃ বাঁশখালী গীতামৃতম্ সংঘের ৩য় বর্ষপূর্তিতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করছেন শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পরী মহারাজ। প্রেস বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment