আমার বাঁশখালী ডেস্ক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাদাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল্লাহ (১৩), রফিকুল (৩০), মোমিন (৩০), সজিব (১৩) ছাত্তার (৫০), ছানোয়ার (২৫), হাবিব (২৫) ও রাজ (১৪)। তবে তাদের বিস্তারিত জানা যায়নি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। নিহতদের প্রতিবেশী আবু বকর জানান, দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় আর্তচিৎকার শুনতে পাই। পরে গিয়ে দেখি ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আরও কয়েকজন আহত হয়েছেন।
No comments:
Post a Comment