আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পুঁইছড়ি গ্রামে সৎ মা সকিনা
বেগমকে (৬৫) সতিনের ছেলেরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে ।
এ ঘটনায় থানায়
হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, সংঘটিত ঘটনার পর রাতে সকিনা বেগমের সন্তান
মোহাম্মদ সরোয়ার উদ্দিন সতিনের তিন ছেলে ইমরুল কায়েস মিঠু, আতিকুর
রহমান, আলমগীরসহ ৮ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের
করেছেন। নিহত সকিনা বেগম এলাকার মৃত মাস্টার বদিউল আলমের দ্বিতীয় স্ত্রী।
মামলার বাদি মোহাম্মদ সরোয়ার উদ্দিন জানান, পুঁইছড়ি ইউনিয়নের মাস্টার বদিউল
আলম তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমার মা সকিনা বেগমকে দ্বিতীয় স্ত্রী
হিসেবে বিয়ে করেন।
মাস্টার বদিউল আলমের মৃত্যুর পর আমার মা’র সতিনের তিন
ছেলে ইমরুল কায়েস মিঠু, আতিকুর রহমান, আলমগীর, ইমরুলের স্ত্রী পপি
আক্তার, স্থানীয় নুরুল আলম, মহিম উদ্দিন, রেজাউল করিম, আবু তাহের মিলে আমার
মা’র প্রাপ্য বিপুল পরিমাণ জমি রেজিস্ট্রি নেয়ার চেষ্টা চালায়। এ ব্যাপারে
চট্টগ্রাম জেলা প্রশাসককেও আগে অভিযোগ দিয়েছি। এ ছাড়া এসব সম্পত্তির কবলা
করতে ব্যর্থ হয়ে ম্যাসেঞ্জার, ফেসবুক ও এসএমএস এর মাধ্যমে হুমকি দিয়ে আসছিল
খুনিরা। গত ৯ জুলাই সকালে খুনিরা আমার বৃদ্ধা মাকে ঘরের ভেতর কিল–ঘুষি
মেরে হত্যা করা হয়। মায়ের শরীরের উভয় কানে, পিঠে ও বিভিন্ন স্থানে রক্তাক্ত
জখমযুক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা
উপ–পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, হত্যা মামলার পর লাশ ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। বৃদ্ধার মৃত্যুর পেছনে সম্পত্তির
বিরোধ আছে বলে দাবি করছেন মামলার বাদি। এ ব্যাপারে আরো খোজঁখবর নেয়া হচ্ছে।
No comments:
Post a Comment