বিয়ে করানোর দাবিতে বিদ্যুৎ খুঁটির চূড়ায় এক যুবক - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, July 16, 2018

বিয়ে করানোর দাবিতে বিদ্যুৎ খুঁটির চূড়ায় এক যুবক


আমার বাঁশখালী ডেস্ক:
উচ্চ ভোল্টের বিদ্যুতের গ্রিডলাইনে উঠে যাওয়া এক যুবককে নিয়ে গতকাল রবিবার দুপুরে লঙ্কাকা- ঘটেছে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বব্যাংক আবাসিক এলাকায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে গ্রিডলাইন থেকে নামিয়ে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সারজন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ইকবাল বাহার চৌধুরী জানান, ‘দুপুর ১২টা ২৫ মিনিটের সময় স্কুলের শিক্ষার্থীরা চিৎকার করে বলতে থাকে ‘একটি লোক স্কুল সংলগ্ন বিদ্যুতের সুউচ্চ লাইনটিতে উঠে যাচ্ছে’। শুনেই বাইরে এসে দেখি যুবকটি জাতীয় গ্রিড লাইনের (১ লাখ ৩২ হাজার ভোল্টের) অনেক উপরে উঠে গেছে। নিষেধ করার পরও সে থামছে না। সাথে সাথে বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ লাইন বন্ধ করার অনুরোধ জানাই।’
সারজন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল বাহার চৌধুরী বলেন, বিদ্যুৎ লাইন বন্ধের পর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। যুবকের কা- দেখতে বিশ্বব্যাংক আবাসিক এলাকার বি ব্লকের সামনের রাস্তায় কয়েকশ মানুষ জমে যায়। উৎসুক মানুষ দেখে যুবকটি আরও উৎসাহিত হয়ে টাওয়ারের চূড়ায় উঠে লাফালাফি করে। এভাবে প্রায় সোয়া এক ঘণ্টা শত শত মানুষকে দুশ্চিন্তায় ফেলে অবশেষে ফায়ার সার্ভিসের কর্মীদের কথায় যুবকটি নিচে নেমে আসে। এরপরই পুলিশ যুবকটিকে ধরে অদূরে আকবরশাহ থানায় নিয়ে যায়।
জানতে চাইলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মীরা জানান, পরিবারের লোকজন তাকে বিয়ে করাচ্ছে না, টাওয়ারে উঠেই সেই এই অভিযোগ করে যাচ্ছিল। পরে বিয়ের আবদার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তাকে টাওয়ার থেকে নামিয়ে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এক উদ্ধারকর্মী।
আকবর শাহ থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, টাওয়ার থেকে উদ্ধার করা যুবকের নাম মোহাম্মদ নাসির (২৫)। সে নোয়াখালীর সেনবাগ ইয়ারপুরের বদু মিয়ার বাড়ির মো. সিরাজের ছেলে। তবে বর্তমানে সে চান্দগাঁও এলাকায় বসবাস করছে বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে। নাসির মানসিক রোগী জানিয়ে ওসি বলেন, এর আগেও একই যুবক ফৌজদারহাটসহ নগরীর একাধিক এলাকার টাওয়ারে উঠে একই কা- করেছিল।
উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আকবরশাহ থানায় এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নাসির জানায়, তার পরিবার তাকে বিয়ে করাচ্ছে না। তাদের রাজী করাতেই সে টাওয়ারে উঠেছিল। তবে পরিবার বিয়ে না করালেও ফায়ার সাভির্সের লোকেরা তাকে বিয়ে করাবে, এমন আশ্বাস দিয়েছে- বলেই সে খুশিতে নাচতে শুরু করে।
লাল গেঞ্জি ও প্যান্ট পরিহিত যুবক নাসিরের দুই হাতে অসংখ্য ব্লেডে কাটার দাগ দেখা গেছে।
আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন জানান, এই ধরণের ভয়ানক কাজের জন্য অভিযুক্তকে আদালতে সোপর্দ করার নিয়ম থাকায় আমরা তাকে আদালতে পাঠিয়ে দিয়েছি।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন