২২ই জুলাই থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, July 19, 2018

২২ই জুলাই থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার


.
আমার বাঁশখালী ডেস্ক:
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেয়ার আশ্বাসে আগামী ২২ই জুলাই থেকে পরিবহন শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার ঘোষা দিয়েছে  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার(১৯জুলাই) সকাল ১১টায়  দামপাড়া পুলিশ লাইনস্থ কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  কুসুম দেওয়ান  সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এই ঘোষা দেয়া হয়।
সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের ১১ দফা দাবি উত্থাপন করেন ও নানাবিধ অভিযোগ তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষিতে অন্যান্য সংস্থার কর্তৃপক্ষের সাথে তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দেন। এছাড়াও তিনি ট্রাক টার্মিনালের ব্যাপারে চসিক মেয়রকে  বিষয়টি তিনি অবগত করবেন। কাষ্টমস ব্রীজের নীচে দখল করে রাখা লরি টার্মিনালের বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জ হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াছমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও অন্যান্য পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন