শীলকূপ নোয়াপাড়া এলাকায় দিনমজুরের উপর হামলার ঘটনায় বাঁশখালী থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, July 9, 2018

শীলকূপ নোয়াপাড়া এলাকায় দিনমজুরের উপর হামলার ঘটনায় বাঁশখালী থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত



আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
গত ২৭ শে জুন শীলকূপ ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় রাজমিস্ত্রির সহকারী দিনমজুর সেতুরাম দেব (৩৯) পার্শ্ববর্তী রত্না রানী দে এর বসত ভিটায় সীমানা দেওয়ালের কাজ করার জন্য গেলে পার্শ্ববর্তী এলাকার বিভু রঞ্জন দে ও শীমু রানী দে দিনমজুর সেতু রাম দেব এর উপর এলাকার সন্ত্রাসী দলবল নিয়ে   হামলা চালায়। এ ঘটনায় গত পহেলা জুলাই বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশী অভিযোগ দায়ের করিলে আদালত বাঁশখালী থানাকে এ ফায়ার হিসেবে গ্রহণ করার নিদের্শ প্রদান করেন। সি.আর মামলা নং-২৮৮/১৮ সেতু রাম দে জানায় আমরা আদালতে অভিযোগ দায়েরের খবর পেয়ে আসামীরা গত ৭ জুলাই আদালতে কেন মামলা করলি এ বলে নেশাপান করে মাতাল অবস্থায় আমাকে আবারোও গলা টিপে হত্যার চেষ্টা করলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে। 
নালিশী দরখাস্ত সূত্রে জানা যায়, এলাকার বিধবা রত্না রানী দে র বশত ভিটায় সীমানা দেওয়ালের কাজ করার জন্য হাজির হলে বিভু রঞ্জন দে ও শীমু রানী দে দিনমজুর সেতু রাম দেব এর উপর হামলা চালায়। এব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা মিমাংশার চেষ্টা করা  হলেও আসামীপক্ষ তা না মানায় বাধ্য হয়ে এই মামলা করতে হলো বলে অভিযোগকারী সেতু রাম দেব জানায়।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন