খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে সীতাকুণ্ডে বিশাল আকৃতির এক অজগর সাপ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, July 31, 2018

খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে সীতাকুণ্ডে বিশাল আকৃতির এক অজগর সাপ


আমার বাঁশখালী ডেস্ক:
খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে আটকা পড়েছে বিশাল আকৃতির এক অজগর সাপ। উপজেলার সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাছনাবাদ এলাকায় মঙ্গলবার রাতে এ অজগর সাপটি ধরেছে এলাকার জনসাধারন।

এটি আজ বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সাব্বির আহমেদ চৌধুরী।

তিনি জানান, আটক সাপটি প্রায় ১৫ ফুট লম্বা। সাপটি বর্তমানে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। এটি দেখতে অসংখ্য উৎসুক মানুষ ভিড় করেছে।

জানা গেছে, পাহাড়ী এলাকা থেকে খাবারের সন্ধানে প্রায় লোকালয়ে চলে আসে অজগর সাপ।

গতকার সন্ধ্যা ৭টার দিকে ভাটিয়ারী হাছনাবাদ এলাকায় হাজি সাহাব মিয়া জামে মসজিদের পাশে (দিদার ভান্ডারীর বাড়ীর পিছনে) বিশাল অজগর সাপটি দেখতে পেয়ে এলাকাবাসীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে সোহেল, রাকিব, বেলাল, মামুন, শাহেদ, তারেক, রুবেল নামের স্থানীয় কয়েক জন যুবকের সহযোগিতায় আজগরটি ধরা হয়।

এবং স্থানীয় ইউপি মেম্বার সাব্বির এর কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, গত একমাসে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পাহাড় থেকে তিনটি বড় অজগর সাপ লোকালয়ে নেমে আসে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন