রাশিয়া বিশ্বকাপ থেকে খালি হাতে দেশে ফিরতে হয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই নক্ষত্র লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোকে। বিশ্বকাপে ব্যর্থ হয়ে একই দিনে বিদায় নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে এই দুই দল।
এই পরিস্থিতিতে ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি রোনাল্ডো মনে করছেন এই বিশ্বকাপে বিদায় নেওয়ার সঙ্গেই শেষ হয়ে গেল ক্রিস্তিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির বিশ্বকাপ জয় পাওয়ার স্বপ্ন। বিশ্ব ফুটবল এবার শাষণ করবেন ব্রাজিলীয় ফুটবলের ওয়ান্ডার কিড নেইমার জুনিয়র। চলতি বিশ্বকাপে চেনা ছন্দেই রয়েছেন নেইমার। যেমন নিজে গোল করেছেন, তেমন অন্যদের দিয়ে করিয়েছেন একাধিক গোল।
এক সাক্ষৎকারে রোনাল্ডো বলেন, আমার মনে হয় এই বছরের বিশ্বকাপের পর মেসি এবং রোনালদোর দাপট অনেকটাই কমবে বিশ্ব ফুটবলে। বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অনেক বড়। মেসি এবং রোনালদো ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। এই বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ রয়েছে নেইমারের সামনে। দলের সঙ্গে মিশে গিয়ে যে ভাবে নেইমার খেলছে, বাকি টুর্নামেন্টও এই ভাবে খেললে সাফল্য আসবে।
তিনি আরও জানান, তাঁর মতে রাশিয়া বিশ্বকাপের পর ফুটবল বিশ্ব কাঁপাবে নেইমার। মেসি-রোনালদো থাকলেও নেইমার নিজের জন্য জায়গা করে নিতে পারবেন এবং ছাপিয়ে যাবেন তাঁদেরকে, এমনটাই বিশ্বাস তাঁর। শুধু নেইমারেরই নয়, ব্রাজিলের কোচ তিতে এবং গোটা ব্রাজিলীয় দলটারও প্রশংসা করেন রোনাল্ডো। তিনি বলেন, এই বিশ্বকাপে জেতার দারুণ সুযোগ রয়েছে ব্রাজিলের কাছে। গোটা দলটাই ভাল খেলছে। এই ছন্দ ধরে রাখতে পারলে সাফল্য ধরা দিতেই পারে। আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।
No comments:
Post a Comment