ঈদে একাধিক নাটকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, July 30, 2018

ঈদে একাধিক নাটকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা



আমার বাঁশখালী ডেস্ক: 
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা মাঝে অনেকদিন বিরতিতে থাকলেও এখন অভিনয়ে নিয়মিত হয়েছেন। এই ঈদে বেশকিছু নাটকে দেখা মিলবে তার। এরইমধ্যে কয়েকটি নাটকের শুটিংও শেষ করেছেন তিনি। নাটকগুলো হলো ‘লং ড্রাইভ’, ‘তুমি কিংবা ঘাসফুল’, ‘বাষ্প পত্র’ ও ‘যখন কখন’।
৪টি নাটকেই তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও এসএন জনি এবং নির্মাণ করেছেন বিইউ শুভ। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এই প্রথম দেশের বাইরে টানা কয়েকটি নাটকের কাজ করেছি। সবগুলো কাজ একই পরিচালকের কাজ ছিল বলে একটু সময় নিয়ে করেছি। সবগুলো নাটকের গল্পই বেশ সুন্দর, একটি অন্যটি থেকে আলাদা। সহশিল্পী হিসেবে অপূর্ব তো সবসময়ই সহযোগিতাপরায়ণ। তাছাড়া অপূর্ব আমার খুব ভালো একজন বন্ধু। আশা করি নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন