বাঁশখালী পৌরসভায় পিএইচসি পরীক্ষা হলে এক পরীক্ষার্থীর সন্তান প্রসব - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, November 25, 2018

বাঁশখালী পৌরসভায় পিএইচসি পরীক্ষা হলে এক পরীক্ষার্থীর সন্তান প্রসব


আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় চলিত পিএইচসি (৫ম শ্রেণীর) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষারত অবস্থায় এক পরীক্ষার্থী  সন্তান প্রসব করেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বাঁশখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফাতেমা বেগম (১৫) নামে এক পরীক্ষা চলাকালীন পেটের ব্যাথা শুরু হলে পরীক্ষার হল থেকে বেরিয়ে পাশের রুমে ডেলিভারী হয়ে যায়। খবর পেয়ে শিক্ষকরা বাঁশখালী হাসপাতালে খবর দিলে কর্তব্যরত নার্সিং ইনচার্জ শাহানা আক্তার বাচ্ছা ডেলিভারী করায়। মিডওয়াফারী নার্স সতাব্দী তালুকদারকে পাঠালে পরবর্তী সে বাচ্ছা ও মাকে নিয়ে হাসপাতালে চলে আসে। সে বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল আলমের কন্যা। 
বাঁশখালী হাসপাতালের গাইনী ওয়ার্ডের ইনচার্জ নাহিদা আক্তার জানান, এখনো পর্যন্ত তাদের কোন আত্বীয়-স্বজন আসে নাই। তবে মেয়েটির সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী নেজাম উদ্দিনের সাথে ফাতেমা বেগমের অবৈধ সম্পর্ক ছিল। 

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন