পুরুষশূন্য দুই গ্রাম, লাশ মাটি দিতেও পাওয়া গেল না কাউকে! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, November 27, 2018

demo-image

পুরুষশূন্য দুই গ্রাম, লাশ মাটি দিতেও পাওয়া গেল না কাউকে!

bdmorning1543390455photo-1508314990
আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল. 
নাটোরের বাগাতিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গভীর নলকূপের ড্রেন কাটা কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এরই মধ্যে চককোয়ালিপাড়ায় সোমবার এক যুবকের মৃত্যু হলে দাফন কাজেও ওই গ্রামের কোনো পুরুষকে পাওয়া যায়নি। পাশের গ্রামের মানুষের সহযোগিতায় লাশ দাফন করা হয়।
মামলা থেকে গ্রেফতার এড়াতে উপজেলার চককোয়ালিপাড়া এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িতে বৃদ্ধ, নারী ও শিশুছাড়া কেউ অবস্থান করছেন না।
বাগাতিপাড়া মডেল থানার এসআই খাইরুল ইসলাম বলেন, উপজেলার চককোয়ালিপাড়া ও চকগাজীপুর গ্রামের ৭৫ পরিবার সেচের জন্য যৌথভাবে গভীর নলকূপ স্থাপন করে। তারা একত্রে ইরিগেশনসহ বিভিন্ন ফসলের আবাদ করত। সম্প্রতি চকগাজীপুরের ৩০ পরিবার ওই সমাজ থেকে আলাদা হলে দুই গ্রামবাসীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর পর থেকে জমিজমাসহ বিভিন্ন বিষয়ে উভয় গ্রামের মধ্যে সমস্যা লেগে থাকত।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় চকগাজীপুর গ্রামের হযরত আলী বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-সাতজনকে অভিযুক্ত করে মামলা করেন। ঘটনার দিনই চারজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চকগাজীপুর গ্রামের আবুল হোসেন বৃহস্পতিবার তার জমির ওপর দিয়ে বয়ে যাওয়া গভীর নলকূপের ড্রেন কাটতে গেলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। নেট সূত্র ...........

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *