চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) অাসনে আ’লীগ ও মহাজোটের টিকেট পেতে প্রতিযোগীতায় যারা। - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, November 12, 2018

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) অাসনে আ’লীগ ও মহাজোটের টিকেট পেতে প্রতিযোগীতায় যারা।


আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
নির্বাচন কমিশনের পরিবর্তিত তারিখ অনুযায়ী বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহনের ঘোষনা দেওয়ায় নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী দেশের রাজনৈতিক অঙ্গনের প্রত্যেক জোট, নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে ব্যস্ত সময় পার করছে। অাওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ হচ্ছে ১২ নভেম্বর, সোমবার। ইতিমধ্যে চট্টগ্রাম-১৬ ( বাঁশখালী) অাসনে অাওয়ামীলীগের দলীয় প্রতিক 'নৌকা'র মাঝি হওয়ার প্রত্যাশায় দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন ৯ জন। 
যারা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন তারা হলেন, বর্তমান সাংসদ বাঁশখালী অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা অাওয়ামীলীগের অর্থ সম্পাদক, বিশিষ্ঠ শিল্পপতি অালহাজ্ব মুজিবুর রহমান সিঅাইপি, দক্ষিন জেলা অাওয়ামীলীগের প্রভাবশালী নেতা অালহাজ্ব অাব্দুল্লাহ কবীর লিটন, দক্ষিন জেলা অাওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুদ্দিন অাহামদ রবি, বাংলাদেশ অাওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহঃ সম্পাদক ডঃ জমির উদ্দিন সিকদার, বাঁশখালী উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক অাব্দুল গফুর, বাঁশখালীর সাবেক সাংসদ মরহুম সোলতান উল কবীরের সুযোগ্য সন্তান দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের  সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব, বাঁশখালী সমিতি ঢাকার সাধারন সম্পাদক অধ্যাপক অাজিজ অাহামদ শরিফী ও অাওয়ামীলীগ নেতা এডভোকেট মুজিবুল হক চৌধুরী। এই ৯ জন ছাড়াও দলীয় মনোনয়ন ফরম ক্রয় করার কথা বাঁশখালী উপজেলা অাওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট অাব্দুস ছবুরের সন্তান এডভোকেট এএইচএম জিয়াউদ্দিনের। তবে এডঃ জিয়াউদ্দিন মনোনয়ন ফরম ক্রয় করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্যঃ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) অাসনটিতে মহাজোট থেকে মনোনয়ন লাভের দৌঁড়ে বেশ শক্ত অবস্থান নিয়ে এগিয়ে অাছে মহাজোটের শরীক দল জাতাীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরর সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সাংসদ অালহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীও। সবশেষে মহাজোটের প্রার্থী হিসাবে কে পাবেন চুড়ান্ত মনোনয়ন তা নির্ভর করবে প্রধানমন্ত্রী শেখ হাছিনার চুড়ান্ত সিদ্ধান্তের উপর।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন