বাঁশখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মহিউদ্দীন ও নুরুল আলমের বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যানের মামলা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, May 22, 2021

demo-image

বাঁশখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মহিউদ্দীন ও নুরুল আলমের বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যানের মামলা

আমার বাঁশখালী, ডেক্স:

186198518_1670813776445182_2480985558090483979_n
ছবি: সংগৃহিত
ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন

উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মহিউদ্দীন তালুকদার মাহি (২৮) ও একই এলাকার মনু মিয়ার ছেলে নুরুল আলিম (৪০)কে আসামী করে গত ১৬ই মে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন।

মামলা সূত্র জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর প্রেক্ষিতে বাঁশখালী থানায় দায়েরকৃত মামলা নং ২৭, ধারা ২৫/২৬/২৯ নং। এই ধারায় অনুমতি ব্যতিত পরিচিত তথ্য ব্যবহার, আক্রমনাত্মক মিথ্যা তথ্য প্রকাশ প্রচার করার অপরাধে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো আসহাব উদ্দিন বলেন, আসামীগণ সম্পূর্ণ পরিকল্পিত ভাবে আমার মানসম্মান ক্ষুন্ন করার লক্ষে মিথ্যা বানোয়াট মানহানিকর পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিন চারটি আপত্তিকর মিথ্যা বানোয়াট পোস্ট দিয়ে শাস্তি যোগ্য অপরাধ করেছে, আর ওই আসামিগণ এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে সাথে জড়িৎ হয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এলাকায়, মহিউদ্দিন একজন অস্ত্র মামলার আসামি ইয়াবা কারবারি, অবৈধভাবে সাঙ্গু নদী বরুমছড়া এলাকা হইতে বালি উত্তোলন চোরা গাড়ি কারবারি নরুল আলম নারী নির্যাতন মামলার আসামি বিভিন্ন ইউনিয়ন থেকে নদী ভাঙ্গা অসহায় লোকজনের উপর বিভিন্ন কায়দায় প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে চাঁদা আদায় করে আসছে, মহিউদ্দিন বিগত দিনে জমায়াত শিবিরের রাজনৈতির সাথে জড়িত ছিলেন, তাদের অসামাজিক কাজে বাধা এবং প্রশাসনকে অবহিত করায় আমার পিছনে তারা উঠে পড়ে লেগেছে, তাই আমি বাধ্য হয়ে উর্ধতন কর্মকর্তাদের সহিত আলোচনা করে বাঁশখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ধায়ের করেছে বলে জানান

এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল কবির বলেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদী হয়ে চাঁদপুর গ্রামের দুই জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে  মামলা দায়ের করেছে বলে সত্যতা নিশ্চিত করেনআসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ যেকোন মহুর্তে প্রস্তুত।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *