১০ বছর বয়সেই কোটিপতি সিরিয়াল অভিনেত্রী রুহি - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, December 26, 2017

demo-image

১০ বছর বয়সেই কোটিপতি সিরিয়াল অভিনেত্রী রুহি

.com/blogger_img_proxy/

আমার বাঁশখালী.কম:
মুম্বাই, ২৬ ডিসেম্বর- তার পুরো নাম রুহি ওরফে রুহানিকা ধাওয়ান। ‌‘ইয়ে হ্যায় মহব্বতে’ নামের একটি ভারতীয় ধারাবাহিকের শিশুশিল্পী হিসেবে অভিনয় করে সে। এই সিরিয়ালে অভিনয়ে জনপ্রিয়তার হাত ধরে মাত্র ১০ বছর বয়সেই ৮ কোটি টাকার মালিক বনে গেছে সে।
পরিবারের সকলে আদর করে ‘রু’ নামে ডাকে। তবে রুহানিকার মা ডলি ধাওয়ান মেয়েকে ‘রুহান’ বলে ডাকে। তবে ইন্ডাস্ট্রিতে তাকে অনেকে আদর করে ছোটদের বড় তারকা বলেও ডাকেন। এরই মধ্যে রুহির নাম জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। সোশাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১০ লাখের বেশি।
খুব ছোটো থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত রুহি। তার জনপ্রিয়তার শুরু সিরিয়াল দিয়েই। তবে ‘ইয়ে হ্যায় মহব্বতে’ তাকে দিয়েছে আকাশ ছোঁয়া সাফল্যের স্বাদ। সে নিজের আয়ে কেনা ৫০ লাখ টাকার গাড়িতে চলাফেরা করে। মুম্বাইয়ে তার রয়েছে ৩বিএইচকে ফ্ল্যাট, যেখানে সে পরিবারের সঙ্গে থাকে।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী রুহি। তার পছন্দের বিষয় অঙ্ক, আর্টস এবং সায়েন্স। বড় হয়ে গায়িকা, অভিনেত্রী এবং ফ্যাশন ডিজাইনার হতে চায় সে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *