আমার বাঁশখালী.কম ডেক্স:
ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টিকালের
লাগাতার অবরোধের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক বাস ট্রেন
চলাচল না করায় শিক্ষক -শিক্ষার্থীরা আসতে পারেনি ক্যাম্পাসে। ফলে কার্যত
অচল হয়ে পরছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্থগিত করা হয়েছে বিভিন্ন
বিভাগ-ইনিস্টটিউটে নির্ধারিত ক্লাস-পরিক্ষা।
বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে,
ট্রেন-বাস না আসায় শিক্ষার্থীশূন্য হয়ে পড়ছে ক্যাম্পাস।নির্ধারিত পরিক্ষা
থাকলেও শিক্ষক-শিক্ষার্থী না আসায় তা স্থগিত করা হয়েছে।
চবি’র আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড.
মুহাম্মদ জানান,বিভাগের ২য় বর্ষের ফাইনাল পরিক্ষা থাকলেও অবরোধের কারনে তা
স্থগিত করা হয়েছে।স্থগিত পরিক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
এ দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অচল হলেও
আভ্যন্তরীন যান চলাচল স্বাভাবিক রয়েছে।তবে অবরোধকারীদের উপস্থিতি তেমন একটা
দেখা যায়নি। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত দুই
শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।তাদেরকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কে টহল
দিতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর
লিটন মিত্র জানান,ক্যাম্পাসের অবস্থা বর্তমানে স্বাভাবিক থাকলেও যে কোন
ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছি।
No comments:
Post a Comment