চাঁদা আদায় করতে গিয়ে গ্রেফতার ভুয়া সাংবাদিক
আমার বাঁশখালী ডেক্স:
নগরীর বন্দরটিলা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ। তার নাম সরফুদ্দিন চৌধুরী (রুমেল)। বাড়ি মিরসরাই উপজেলায় এবং বতর্মানে তিনি নগরীর আগ্রাবাদ মাজারগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এ সময় তার কাছ থেকে সাপ্তাহিক চাটগাঁর সংবাদ, সিটিজি ক্রাইম টিভি (অনলাইন), দি ক্রাইম নামে তিনটি পরিচয়পত্র, ভিজিটিং কার্ড, বিজ্ঞাপন বিলের ভাউচার, একটি মোবাইল, কালো রঙের ব্যাগসহ কয়েকটি পুরাতন পেপার উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ সুপ্রভাতকে বলেন, চাঁদা দাবির অভিযোগে বন্দরটিলা এলাকার ব্যবসায়ীরা সরফুদ্দিন চৌধুরী নামে এক যুবককে পুলিশে দিয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল ইসলাম সুপ্রভাতকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে শুনেছি এলাকাবাসী একজন ভুয়া সাংবাদিককে আটক করেছে।
সূত্র: দৈনিক সুপ্রভাত বাংলাদেশ





No comments:
Post a Comment