আমার বাঁশখালী ডেক্স:
এসএসসি
পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে
র্যাব। গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় রাউজানের ডাবুয়া বাজার থেকে তাদের
গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের
শাহ আলমের ছেলে মো. ইমরান(১৮) এবং একই ইউনিয়নের নুরুচ্ছফার ছেলে নুরুল আফছার সবুজ(২০)।
এদের মধ্যে ইমরান স্থানীয় একটি স্কুলের ছাত্র এবং তার সহকারী সবুজ অষ্টম
শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। জানা গেছে মাত্র এক সপ্তাহ আগে অর্থের লোভে
তারা চক্রটিতে যুক্ত হয়েছিল। চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর গতকাল
সকালে চান্দগাঁওস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাবের চান্দগাঁও জোনের
কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট আশেকুর রহমান জানিয়েছেন, সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজ বা গ্রুপগুলোতে এসএসসি প্রশ্নের শত ভাগ কমন
নিশ্চয়তা দিয়ে প্রথমে প্রচারণা চালিয়ে থাকে চক্রটি। পরে চক্রটির লিংকগুলোর
সাথে পরীক্ষার আগেই প্রশ্ন প্রত্যাশীরা যোগাযোগের চেষ্টা চালিয়ে থাকে।
পরবর্তী ধাপে শর্তানুযায়ী বিকাশের মাধ্যমে টাকা লেনদেন সম্পন্ন করলেই বিশেষ
একটি লিংকের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করা হয়। চক্রটি আরও বিভিন্ন
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথেও জড়িত বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে
গ্রেপ্তারকৃতরা। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের
গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
স্কুল ছাত্রদের এরকম ঘটনায় জড়িয়ে পড়ার ব্যাপারে র্যাব কর্মকর্তা আশেকুর রহমান জানিয়েছেন, ৩
ফেব্রুয়ারি ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে চক্রটির সাথে গ্রেপ্তারকৃতদের
প্রথম যোগাযোগ ঘটে। পরবর্তীতে হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ার
মাধ্যমে চক্রটির অন্যান্য গ্রুপগুলোর সাথেও তাদের পরিচয় হয়। র্যাব
কর্মকর্তা জানিয়েছেন, চক্রটির
সদস্য হিসেবে যুক্ত হওয়ার আগে ইমরান প্রথমে গ্রুপটি থেকে সরবরাহকৃত বাংলা
বিষয়ের প্রশ্নে হুবুহ মিল পেয়ে যায়। পরে ইংরেজি ২য় পত্রের পরীক্ষার দিন সে
৯টা ১০ মিনিটে প্রশ্নপত্র পেয়ে যায়। এভাবে চক্রটির সরবরাহকৃত প্রশ্নের
বিষয়ে তার আত্মবিশ্বাস গড়ে উঠে। এমন আত্মবিশ্বাসের পর সে নিজেই এই ব্যবসায়
নেমে পড়ে। পরবর্তীতে নিজে গ্রুপ খুলে বিভিন্ন পরীক্ষার্থীদের মধ্যে
প্রশ্নপত্র ফাঁসে জড়িয়ে পড়ে। আটক দুজনের মোবাইলে পরীক্ষার আগে পাওয়া
প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করার প্রমাণও পাওয়া গেছে। এমনকি রোববার অনুষ্ঠিত
আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রও তারা আগেই ফেসবুকের মাধ্যমে ফাঁস করেন বলে
জানান র্যাবের এই কর্মকর্তা। ইংরেজি, গণিতসহ বেশ কিছু প্রশ্ন পাওয়া গেছে ওই দুইজনের অ্যাকাউন্টে।
র্যাবের অভিযানে
পরীক্ষা চলাকালীন সময়ে এই প্রথম প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্য
গ্রেপ্তার হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে কেন এই প্রশ্নের জবাবে
র্যাব কর্মকর্তা আশেকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। কতজন এই ঘটনায় জড়িত আছে, কারা কারা জড়িত সেসব তদন্ত কাজ শেষ হলেই জানা যাবে। তিনি বলেন, প্রশ্নপত্র
ফাঁসের ঘটনায় এর আগেও র্যাবের হাতে অনেকেই গ্রেপ্তার হয়েছে। কিন্তু
পরীক্ষা চলাকালীন সময়ে এই প্রথম চক্রে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে
র্যাব। তবে র্যাবের এই কর্মকর্তা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর কোন পেইজ
বা গ্রুপের তথ্য জানাতে পারেননি।আজাদী
নিউজ এর উপরে বিজ্ঞাপন
Tuesday, February 13, 2018

প্রশ্নপত্র ফাঁস চক্রে স্কুলছাত্র, গ্রেপ্তার দুই !
Tags
# আইন-অপারাধ
# চট্টগ্রাম
# শিক্ষা
Share This
About amarbanskhali.blogspot.com
শিক্ষা
Marcadores:
আইন-অপারাধ,
চট্টগ্রাম,
শিক্ষা
Subscribe to:
Post Comments (Atom)
পোস্টের নীচে বিজ্ঞাপন
সম্পাদকীয় কথা
প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ নিচে আপনার মতামত লিখুন
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ নিচে আপনার মতামত লিখুন
No comments:
Post a Comment