বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে দলটির স্থায়ী কমিটির রুদ্ধদার বৈঠক চলছে।
শনিবার (১০ ফেব্রয়ারি) রাত ৭ টায় বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্ণীতি মামলায় দলের চেয়ারপারসনের মুক্তি, দেশের চলমান পরিস্থিতি ও আগামী দিনের আন্দোলন নিয়ে আলোচনা হতে পারে।
বৈঠকে বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ লে.জে (অব:) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, ব্যারিষ্টার শাহজান ওমর (বীর উত্তম) নিতাই রায় চৌধুরী, আহমদ আযম খান, আব্দুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হালিম ডোনার, এম এ কাইয়ুম, আবদুল হাই শিকদার, ড. সুকোল বড়ুয়া, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুনুর রশিদ, খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত আছেন।
No comments:
Post a Comment