বাঁশখালীর দক্ষিণ ইলশা বঙ্গবন্ধু পরিষদের অফিস রাত্রের অন্ধাকারে ভাংচুর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, February 10, 2018

demo-image

বাঁশখালীর দক্ষিণ ইলশা বঙ্গবন্ধু পরিষদের অফিস রাত্রের অন্ধাকারে ভাংচুর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 
27848818_149225205786607_2145982405_n


আমার বাঁশখালী.কম নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নধীন দক্ষিণ ইলশা বঙ্গবন্ধু পরিষদের অফিস গত ৮ ফেব্রুয়ারী অনুমানিক রাত সাড়ে ১১টায় অন্ধকারে মধ্যে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণ ইলশা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধু পরিষদের অফিসের উপরে ও সামনে  থাকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার যৌথ ছবি যুক্ত সাইন বোর্ড, ছবি, ব্যনার ভাংচুর করেন বলে অভিযোগ করেন ।
27657693_2011954652386217_8644078437466604714_n

এই ঘটনার প্রতিবাদে গতকাল ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় দক্ষিণ ইলশা হইতে বশির উল্লাহ মিয়াজির বাজার পর্যন্ত মিছিল করেন এবং একটি প্রতিবাদ সভা করেন বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ সহ ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সিকদার বলেন স্বাধীনেতা বিরোধী একটি গোষ্ঠির অনুসারীরা এই ঘটনা ও হামলা চালিয়েছে।
দক্ষিণ ইলশা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামরুল হাসান নাছিম এর সভাপত্বিতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মঈন উদ্দীন রানা, আজিজ, 
এব্যাপারে মামলা হবে কিনা জানতে চাইলে দক্ষিণ ইলশা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন। বিষয়টি নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এ হামলা কারা ঘঠিয়েছে।  সঠিক হামলাকালীদের নিশ্চিত করে আমরা মামলা প্রস্তুতি নিচ্ছি।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)  ছালেহ উদ্দীন হীরা বলেন, এই ধরণের কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বেক আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে আলোচনা ঝড় উঠেছে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *