বাঁশখালী ক্রিকেট একাডেমী কতৃর্ক আয়োজিত মোস্তাফিজ কম্পিউটার সেন্টার একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সবুজ দলের ৯ রানে জয়। গত কাল নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাঁশখালী ক্রিকেট একাডেমী নাপোড়া শাখা কতৃর্ক আয়োজিত মোস্তফিজ কম্পিউটার এন্ড আউটসোসিং ট্রেনিং সেন্টার একাডেমী কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাই মোকাবিলা করেন বাঁশখালী ক্রিকেট একাডেমি সবুজ দল এবং বাঁশখালী ক্রিকেট একাডেমি নীল দল। এতে বাঁশখাল ক্রিকেট একাডেমি সবুজ দল ৯ রানে জয় লাভ করে। উক্ত খেলাই বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোর্চ মোঃ এরশাদের সভাপ্রতিতে এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড়ের সম্মানিত আম্পায়ার ও সাক মানবাধিকার বাঁশখালী শাখার সম্মানিত সভাপ্রতি মোহাম্মদ আরিফুর রহমান সুজন ভাই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক এস এম রুহুল আমিন। সকালে নীল দলের অধিনায়ক মালেক টসে জয় লাভ করে প্রথমে সবুজ দলকে ব্যাট করতে পাঠানো সিদ্ধাত নে । ... সবুজ দল নির্ধারিত - ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে রিয়াদ ১৭, মেহেদি ২৫, সুদিপ্ত ৪৩* ইমতিয়াজ ১২, রান করেন। বোলিং শফিউল, মালেক ও মনছুর ১টি করে উইকেট লাভ করেন । জবাবে নীল দল ১৬৯ রানে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে। ..... নীল দল নির্ধারিত - ২৯.৫ ওভারে সবকয়টি উইকেট ১৫৯ রান সংগ্রহ করেন। দলের হয়ে মনছুর ৩৬, দিগন্ত ২৫, মালেক ২৫, আরফাত ১২, রান করেন। বোলিং তানজিদ হোসেন ৪ টি এবং মেহেদি, সুদিপ্ত ও রিদয় ১টি করে উইকেট লাভ করে। এবং উক্ত খেলাই মোস্তাফিজ কম্পিউটার সেন্টার গুনাগরী সৌজন্য যৌথবাবে ম্যান অব দ্যা ম্যাচ নিরর্বাচিত হন সবুজ দলের তানজিদ হোসেন নয়ন ও সুদিপ্ত । বিজ্ঞপ্তি।
বাঁশখালী ক্রিকেট একাডেমী কতৃর্ক আয়োজিত মোস্তাফিজ কম্পিউটার সেন্টার একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সবুজ দলের ৯ রানে জয়। গত কাল নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাঁশখালী ক্রিকেট একাডেমী নাপোড়া শাখা কতৃর্ক আয়োজিত মোস্তফিজ কম্পিউটার এন্ড আউটসোসিং ট্রেনিং সেন্টার একাডেমী কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাই মোকাবিলা করেন বাঁশখালী ক্রিকেট একাডেমি সবুজ দল এবং বাঁশখালী ক্রিকেট একাডেমি নীল দল। এতে বাঁশখাল ক্রিকেট একাডেমি সবুজ দল ৯ রানে জয় লাভ করে। উক্ত খেলাই বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোর্চ মোঃ এরশাদের সভাপ্রতিতে এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড়ের সম্মানিত আম্পায়ার ও সাক মানবাধিকার বাঁশখালী শাখার সম্মানিত সভাপ্রতি মোহাম্মদ আরিফুর রহমান সুজন ভাই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক এস এম রুহুল আমিন। সকালে নীল দলের অধিনায়ক মালেক টসে জয় লাভ করে প্রথমে সবুজ দলকে ব্যাট করতে পাঠানো সিদ্ধাত নে । ... সবুজ দল নির্ধারিত - ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে রিয়াদ ১৭, মেহেদি ২৫, সুদিপ্ত ৪৩* ইমতিয়াজ ১২, রান করেন। বোলিং শফিউল, মালেক ও মনছুর ১টি করে উইকেট লাভ করেন । জবাবে নীল দল ১৬৯ রানে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে। ..... নীল দল নির্ধারিত - ২৯.৫ ওভারে সবকয়টি উইকেট ১৫৯ রান সংগ্রহ করেন। দলের হয়ে মনছুর ৩৬, দিগন্ত ২৫, মালেক ২৫, আরফাত ১২, রান করেন। বোলিং তানজিদ হোসেন ৪ টি এবং মেহেদি, সুদিপ্ত ও রিদয় ১টি করে উইকেট লাভ করে। এবং উক্ত খেলাই মোস্তাফিজ কম্পিউটার সেন্টার গুনাগরী সৌজন্য যৌথবাবে ম্যান অব দ্যা ম্যাচ নিরর্বাচিত হন সবুজ দলের তানজিদ হোসেন নয়ন ও সুদিপ্ত । বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment