আমার বাঁশখালী ডেক্স:
খালেদা
জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৃহত্তর
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গুরুত্বপূর্ণ স্পটগুলোতে অবস্থান করতে চাইলেও
নাশকতার আশঙ্কায় তাদের দাঁড়াতেই দেয় নি আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি আ.লীগের দখলে ছিল এসব স্পট। কিছু কিছু এলাকায় পুলিশ ও আ.লীগের সাথে বিএনপির সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
চন্দনাইশে ছিল না বিএনপি; আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ: আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, গতকাল
চন্দনাইশে কোথাও বিএনপি জামায়াতকে দাঁড়াতেই দেয়নি আওয়ামী লীগ। গতকাল ভোর
হওয়ার আগেই উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দখল নিয়ে নেয় আওয়ামী লীগ ও
অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে
বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে কোথাও বিএনপি
বা জামায়াতের নেতাকর্মীরা মাঠে নামতে পারে নি। তবে অবস্থান কর্মসূচি
চলাকালে গাছবাড়িয়া কলেজ গেইটে আ.লীগের
দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ ইউনুচ নামের এক কর্মীকে
মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে
উঠলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান ভূইয়ার নেতৃত্বে একদল
পুলিশ উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে।
পটিয়ায় বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া: আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, গতকাল বিএনপির নৈরাজ্য ঠেকাতে পটিয়ায় ১০টি স্পটে অবস্থান নেয় সরকারি দল আ.লীগ।
এছাড়া পুলিশ ও বিজিবিসহ প্রশাসনের কঠোর অবস্থানের ফলে মাঠে নামতে পারেনি
বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ডভাবে
অবস্থান নিলেও রাস্তায় নামতে পারেনি তারা। রাজপথ আইনশৃংখলা বাহিনী ও সরকার
দলীয় নেতাকর্মীদের দখলে ছিল।
মীরসরাইয়ে পুলিশের ধাওয়ায় আহত ৭, গ্রেপ্তার ১০: আমাদের প্রতিনিধি জানান, মীরসরাই
ও জোরারগঞ্জ থানা পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার
করেছে পুলিশ। রায়কে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে পুলিশের
পাশাপাশি অবস্থান নেয় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে রায় ঘোষণার সাথে সাথে উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিনের নেতৃত্বে ঢাকা–চট্টগ্রাম
মহাসড়কের সুফিয়া রোড এলাকায় প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ ও
ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছে
বলে দাবি করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
এছাড়া ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মিষ্টিমুখ করে সীতাকুণ্ড আ.লীগের উল্লাস: আমাদের প্রতিনিধি জানান, খালেদা জিয়ার কারাদণ্ডের রায় আসার পর সীতাকুণ্ডে আওয়ামী লীগ, যুবলীগ
ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ
নেতারা পরস্পরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেছেন। রাউজানে প্রতিক্রিয়া
ছিল না বিএনপির: আমাদের প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রায় ঘোষণায় বিএনপির কোনো প্রতিক্রিয়া ছিল না রাউজানে। তবে সারাদিন উপজেলার ইউনিয়নে ইউনিয়নে মিছিল, সভা মাধ্যমে সরব ছিল আওয়ামী লীগ,যুব ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
আনোয়ারায় মিছিলের চেষ্টা বিএনপি: আমাদের প্রতিনিধি জানান, আনোয়ারার ৩টি স্পটে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। বারশত কালিবাড়ি এলাকায় পুলিশ–আ.লীগ–বিএনপি ত্রিমুখি ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। হাটহাজারীতে গ্রেফতার আতংকে মাঠে নামে নি বিএনপি: আমাদের হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের গ্রেফতার আতংকে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। পুরো হাটহাজারী এলাকা ছিল আ.লীগের দখলে।
বাঁশখালীতে সরব আ.লীগ: আমাদের প্রতিনিধি জানান, বাঁশখালীতে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা
লীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথক পৃথক মিছিল করলেও কোথাও কোনো অপ্রীতিকর
ঘটনা ঘটেনি। সকাল থেকে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি উপজেলা
সদরে অবস্থান করায় সাধারণ নেতাকর্মীরাও ছিলেন উৎফুল্ল। তবে বিএনপির
নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
লোহাগাড়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি: আমাদের প্রতিনিধি জানান, লোহাগাড়ায়
কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি ছিল স্বাভাবিক। লোহাগাড়া থানা
পুলিশের পাশাপাশি বিজিবি ও রিজার্ভ পুলিশ স্থানীয় পুলিশের সাথে টহল দিতে
দেখা যায়।
নিউজ এর উপরে বিজ্ঞাপন
Friday, February 9, 2018
বাঁশখালী সহ জেলায় মাঠেই নামতে পারে নি বিএনপি
Tags
# চট্টগ্রাম
# রাজনীতি
Share This
About amarbanskhali.blogspot.com
রাজনীতি
Subscribe to:
Post Comments (Atom)
পোস্টের নীচে বিজ্ঞাপন
সম্পাদকীয় কথা
প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ নিচে আপনার মতামত লিখুন
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ নিচে আপনার মতামত লিখুন
No comments:
Post a Comment