লোহাগাড়ায় প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, March 14, 2018

লোহাগাড়ায় প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা



আমার বাঁশখালী ডেক্স :
চট্টগ্রামের লোহাগাড়ায় আয়েশা বেগম (২২) নামের এক কিশোরী তার প্রেমিক আব্দুর রহিম আজাদের উপজেলার আমিরাবাদ পুরান বিওসি ভাড়া বাসায় বুধবার ১৪ মার্চ সকালে বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। 
আয়েশা লোহাগাাড়া সদর দর্জী পাড়া এলাকার আহমদ কবিরের কন্যা।   আজাদ আমিরাবাদ জনকল্যান এলাকার আলী আহমদের পুত্র।  ঘটনার পরপরই পালাতক রয়েছে প্রেমিক আব্দুর রহিম আজাদ। 
জানা যায়, আত্মহত্যার চেষ্টাকারী আয়েশা ও আজাদের মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  আয়েশা সাতকানিয়া আশ শেফা হাসাপাতালে চাকুরী করেন।  বিভিন্ন প্রলোভন দেখিয়ে আয়েশাকে রাজি করিয়ে এ সম্পর্ক গড়ে ওঠেছে বলে জানান আয়েশার বড় বোন কহিনুর আক্তার। 
তিনি আরো বলেন, আজাদ তার বোনের সাথে প্রেমের সম্পর্ক করে সরলতার সুযোগ নেন।  সেই সরলাতর সুযোগ কাজে লাগিযে কুপ্রস্তাবে রাজি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন কুরুচিপূর্ণ ছবি আপলোড দেন আজাদ।  সেই থেকে তাদের সম্পর্কের ইতি ঘটে।  ঘটনার দিন তার বোন ফেসবুকে কেন কুরুচিপূর্ণ ছবি আপলোড দিয়েছে আজাদের বাসায় জানতে গেলে সেখানেই বিষ পানে আত্মহত্যা করেছে জানতে পেরে ঘটনাস্থল থেকে আহতবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 
এদিকে আত্মহত্যা করার কারণ জানতে চাইলে আয়েশা বলেন, মোবাইলে রং নাম্বারে তাদের পরিচয়।  যখন লোহাগাড়ায় আজাদের বাড়ি জানতে পারলাম তখন সম্পর্কের ইতি টানি।  সেই থেকে আজাদ তার নামে (আয়েশার নামে) একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন অশ্লিল ছবি আপলোড করে।  তার কারণ জানতে গেলে সে কোন রকম উত্তর না দেওয়াতে তার সামনে  বিষ পানে আত্মহত্যা করতে চেষ্টা করি। 
খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে ছুটে যান লোহাগাড়া থানার এসআই আতিকুর রহমান খান। 
তিনি বলেন, প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টার খবর পেয়েছি।  কেউ কোন প্রকার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, আয়েশা সামান্য বিষ পান করেছে।  তবে ওয়াশ করে বিষ বের করা হয়েছে এখন আশংখামুক্ত।  হাসপাতালে ভর্তি রয়েছে।   কয়েকদিন চিকিৎসা শেষে বড়ি নিয়ে যেতে পারবে। 

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন