আমার বাঁশখালী ডেক্স: চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রায় আড়াই বছর পর ১৩ মাচ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন কাজী নুরুল আলম চৌধুরী।
কারাগারে থেকে ২১শে সেপটেম্বর লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইনিয়ন পরিদের নির্বাচনে অংশ গ্রহণ করে জয় লাভ করেছিলেন। নির্বাচিত হওয়ার পর থেকে গদিতে বসতে পারে নাই। প্যানেলে মুক্তি পেয়ে শপথ গ্রহন করেছিলেন। কারাগার থেকে মুক্তি পান প্রায় ১ বছর পর। বিভিন্ন মামলায় জটিলতার কারনে জামিন পাওয়ার পরও পরিষদের কোন কাজ কর্মে আংশ গ্রহণ করতে পারে নাই। মাঝ পথে সামযিক বরখাস্তও হন। আশ্রয় নেন মহামান্য হাইকোর্টের।
৫ মার্চ মহামান্য হাইকোর্ট আমরিাবাদের চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরীকে ৩ দিনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশনা অনুসারে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলমের নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম চৌধুরী ১৩ মার্চ দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব বুঝিয়ে পেয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী বলেন, প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করেও গদিতে বসতে পারি নাই। তার জন্য দুঃখ করার কিছুই নেই। বলতে গেলে দেশের সার্বিক পরিস্থিতিতে এমন হয়েছে।
তিনি আরো বলেন, দায়িত্ব যখন বুঝিয়ে পেয়েছি নির্বাচিত এলাকায় দলমত নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে এলাকার উন্নয়নের জন্য আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো। একদিকে হাইকোর্টের রায় অন্যদিকে সাতাকানিয়া-লোহাগাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সহাযোগিতায় দায়িত্ক গ্রহন করে গদিতে বসার সুযোগ হয়েছে। সে জন্য এমপি মহোদয়সহ আমিরাবাদ বাসীর কাছে কৃতজ্ঞতা জানান।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আমিরাবাদ ইউনিয়ন পরিষদে চিঠি দেওয়া হয়েছে। সে অনুযায়ী দাযিত্ব বুঝে নিয়েছেন।
এদিকে দীর্ঘদিন পর আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী দায়িত্ব গ্রহণ কওে গদিতে বসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
No comments:
Post a Comment