আমার বাঁশখালী ডেক্স :
গরমে অনেকের ত্বকেই খোসপাঁচড়া হতে দেখা যায়। এটি ছোঁয়াচে রোগ। এই রোগের
চিকিৎসা অত্যন্ত জরুরি। না হলে রোগ জটিল হয়ে কিডনি আক্রান্ত হতে পারে।
খোসপাঁচড়া হলে করণীয়
সে যেখানে থাকে সেখানে সবারই চিকিৎসা লাগবে। সে একা চিকিৎসা করে ভালো
হয়ে গেলে অন্যদের কারণে আবার হতে পারে। তার কাপড়, চোপড়, বিছানার চাদর গরম
পানি দিয়ে পরিষ্কার করতে হবে। তাকে ডাক্তার যে ওষুধ দিবে সেভাবে ওষুধের ডোজ
পূর্ণ করতে হবে। তা না হলে খোসপাঁচড়া থেকে কিডনির সমস্যা পর্যন্ত হয়ে যেতে
পারে। এই জন্য ওষুধের ডোজ পূর্ণ করা খুব দরকার। পরিবারের লোকেদের হলে
পরিবারের, হোস্টেলে থাকলে হোস্টেলের, যে জায়গায় রোগী থাকবে, সবারই চিকিৎসা
লাগবে।
No comments:
Post a Comment