মাদ্রাসা ছাত্রীকে নিয়ে কুরুচিপুর্ণ স্টেটাস বাঁশখালীতে তথ্য-প্রযুক্তি আইনে মামলা, আসামি গ্রেপ্তারে অভিযান-amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, April 24, 2018

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে কুরুচিপুর্ণ স্টেটাস বাঁশখালীতে তথ্য-প্রযুক্তি আইনে মামলা, আসামি গ্রেপ্তারে অভিযান-amarbanskhali.com


আমার বাঁশখালী.কম:
বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে পূর্ব রায়ছটা গ্রামের রাজিব উদ্দিন রাজু (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মাদ্রাসায় পড়য়া আলিম পরীক্ষার্থীর পিতা নুরুল ইসলাম প্রকাশ নাগু বাদি হয়ে তথ্য প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩ এর ৫৭() ধারায় ২১ এপ্রিল রাতে মামলা দায়ের হয়েছে। মামলা নং১৭ তাং২১/০৪/২০১৮ ইং। পুলিশ আসামি গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
মামলা সূত্রে জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের নং ওয়ার্ডে পূর্ব রায়ছটা গ্রামের নুরুল ইসলাম প্রকাশ নাগুর কন্যা (১৭) চলতি বছর রায়ছটা যাতা নূরাইন ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন। মাদ্রাসায় আসা যাওয়ার পথে আলীম পরীক্ষার্থীকে উক্ত্যত করত। গত এপ্রিল আলীম পরীক্ষা শুরু হলে পূর্ব রায়ছটা গ্রামের মৃত জাগের হোসেনের ছেলে রাজিব উদ্দিন রাজু পরীক্ষাকেন্দ্রে আসা যাওয়ার পথে ক্ষিপ্ত মারমূখী হয়ে পড়ে। মুঠোফোনে গত ১৩ ১৪ এপ্রিল গালিগালাজ করতে থাকে, রাজু ভাই নামক ফেসবুক আইডি থেকে জঘন্য কুৎসা মন্তব্য করে। আলীম পরীক্ষার্থী ছাত্রীকে (বাদির কন্যাকে) নিয়ে কুরুচিপুর্ণ স্টেটাস প্রদান করে। স্টেটাসটি ভাইরাল হয়ে গেলে এতে পরীক্ষার্থী আত্মহত্যাসহ বিভিন্ন চেষ্টা চালালে কন্যাকে বুঝিয়ে অসৎ কাজের প্রতিবাদ জানানোর জন্য আহবান জানাই।
মামলার বাদি নুরুল ইসলাম প্রকাশ নাগু বলেন, রাজু ভাই নামক ফেসবুক আইডি থেকে আলীম পরীক্ষার্থী কন্যাকে বিভিন্ন ভাবে কুরুচিপুর্ণ লেখা দিয়ে সমাজে হেয় করা হয়েছে। সমাজিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে। আইনকে শ্রদ্ধা করার জন্য মেয়েকে বুঝিয়ে সান্তনা দেয়া হয়েছে। বাঁশখালী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, খানাখানাবাদের রায়ছটা গ্রামের আলীম পরীক্ষার্থীকে নিয়ে ফেসবুকে অশ্লীল ভাষায় স্টেটাস দেয়ায় তথ্য প্রযুক্তি আইনে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছের্পূবকোণ

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন