বাঁশখালীতে মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য‘র মৃত্যুতে শোকের ছায়া-amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, April 15, 2018

বাঁশখালীতে মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য‘র মৃত্যুতে শোকের ছায়া-amarbanskhali.com


আমার বাঁশখালী.কম প্রতিবেদক, এম. ছৈয়দুল আলম:
বাঁশখালীতে মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য‘র  মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন সরকারী, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।  
শনিবার (১৪ এপ্রিল) বিকালে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।  তিনি এক স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গ্রণগ্রাহী রেখে যান।  উল্লেখ্য, মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য ছিলেন বাঁশখালী মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, কালিপুর নাসেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, শিক্ষাবিদ ও বাঁশখালী সনাতনী সমাজের অন্যতম দিকনির্দেশক। 
এদিকে তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সাধনপুরের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুরের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, বৈলছড়ির চেয়ারম্যান কফিল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেন।  এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও উপজেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারী, বেসরকারি ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শোক জ্ঞাপন করা হয়। 
মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্যকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব্ অনার প্রদান করেন বাঁশখালী থানা পুলিশ। 
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা ও কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। 
মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য সনাতনী সমাজের অন্যতম দিক নির্দেশক উল্লেখ করে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবুকে এক বিবৃতিতে বলেন, মহান স্বাধীনতাযুদ্ধে বাঁশখালীর সনাতনী সমাজসহ, অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলোকে রাজাকার, আলবদর, পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে রক্ষার মাধ্যমে দেশমাতৃকাকে স্বাধীন করার কারনে স্বপন ভট্টাচার্য্যরে অবদান চির জাগ্রত হয়ে থাকবে সকলের মাঝে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন