![]() |
আমার বাঁশখালী.কম, প্রতিবেদক, শাহ মুহাম্মদ শফিউল্লাহ
বাঁশখালীতে গতকাল রবিবার সন্ধা ৭টা নাগাদ বাঁশখালী কক্সবাজার প্রধান সড়কের নাপোড়া এলাকায় রাস্তায় হাটা অবস্থায় পেছন থেকে সিএনজি গাড়ী দাক্কা দিলে এক পথচারী আহত হলে তাকে মুমূর্ষ অবস্থায় দ্রুুত বাঁশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার সৌরভ রায় চৌধুরী তাকে মৃত ঘোষনা করে। সে ৯নং ওয়ার্ড, নাপোড়া শেখেরখীল লাল জীবন এলাকার মৃত অলি আহমদ এর পুত্র ছাবের আহমদ (৭৫)। রাত ৯টার সময় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বাঁশখালী হাসপাতালে ছিল।





No comments:
Post a Comment