আমার বাঁশখালী,নেট প্রতিবেদক মোঃ রোবেল.
দক্ষিন চট্টগ্রামের প্রবীন আলেমে দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ বাঁশখালীর জলদী বড় মাদরাসার মোহতামিম হাটহাজারী মাদরাসার সাবেক মুহাদ্দিস বর্ষিয়ান মাওলানা আবদুস সোবহান (৯০) জানাজা সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জলদী বড় মাদরাসা মাঠে নামাজে জানাজায় কয়েক হাজার আলেম ওলামা ও মুসল্লি অংশ নেন। জানাজায় ইমামতি করেন মরহুমের মেঝপুত্র মাওলানা আবদুর রহমান। জানাজায় প্রখ্যাত আলেম ও কৈয়গ্রাম মাদরাসার পরিচালক আল্লামা হোসাইন আহমদ, চাম্বল মাদরাসার পরিচালক মাওলানা শাহ আবদুল জলিল, সরলের পীর কামেল মাওলানা শাহ নুর মোহাম্মদ, মনকিচর মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা ফিরোজ আহমদ মছরুর, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আশরাফ আলী গাজী, সাবেক এমপি ও সাবেক বনপ্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা মনসুর আলী, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নাছির উদ্দীন, মেহেরিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইসহাক নুর, হেফাজত নেতা মাওলানা মুঈনুদ্দীন রুহী, মাওলানা মোজাম্মেল হক, সাতকানিয়ার মাওলানা লোকমান হাকিম, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু,যুগ্ন সম্পাদক আব্দুল জব্বার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শাহ মুহাম্মদ শফি উল্লাহ স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল হক, জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে হুজুরের লাশ দাফন করা হয়। উল্লেখ্য, ৯ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে হুজুর ৯৫ বয়সে বার্ধক্যজিত কারনে ইন্তেকাল করেন। মরহুমের ইন্তেকালে বাঁশখালী তথা দক্ষিন চট্টগ্রামবাসী একজন মহান ওস্তাদ ও অভিভাবককে হারাল। মাওলানা ছোবহানের মৃত্যুতে মরহুমের হাজার হাজার ছাত্র সহ বাঁশখালীর সর্বসাধারন মহলে শোকের ছায়া নেমে আসে। এদিকে মাওলানা সোবহানের মৃত্যুতে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবি মহল শোক জানিয়েছেন।
বাঁশখালী সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাওঃ জহিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মাওঃ বদরুল হক এক শোকবানীতে বলেন, মরহুম মাওঃ আব্দুস ছোবহান ছিলেন দ্বীনের এক মহান খেদমতগার ও অনেক উঁচুমাপের উস্তাদ। তাকওয়ার মাপকাটিতে অনেক উঁচু মাপের এ ওস্তাদ আলেমের ইন্তেকালে বাঁশখালীবাসী একজন অনেক বড় আলেম ও মুরব্বিকে হারাল। উপজেলা পরিষদ চেয়ারম্যানদ্বয় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের অসংখ্য ছাত্রসহ পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।





No comments:
Post a Comment