আন্দোলনরতদের উপর লাঠিচার্জ, ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, April 10, 2018

আন্দোলনরতদের উপর লাঠিচার্জ, ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

police patrol at dhaka university

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে আবাসিক ছাত্রদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার ভোর ৬টার দিকে দোয়েল চত্বরে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় শহীদুল্লাহ হলের এক ছাত্র আহত হন।
ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে থাকা পুলিশ সদস্যদের পেছনে সরিয়ে নেন। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের হলে ফিরে যেতে অনুরোধ করেন। এ নিয়ে তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি বলেন, ‘পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কথা দিচ্ছি, সবার সঙ্গে বসবো।’
এর আগে সোমবার ভোর ৬টার দিকে ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার এবং হামলায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শহীদুল্লাহ হলের এক শিক্ষার্থীর মাথা ফাটলে রক্ত ঝড়তে দেখা গেছে। তাৎক্ষনিক তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
আহত ওই শিক্ষার্থী আন্দোলনরত সবাইকে শান্ত করার চেষ্টা করছিল বলে জানান শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক আইনুল ইসলাম। তিনি জানান, তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীর নাম জানাতে পারেননি প্রভোস্ট।
প্রসঙ্গত, বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রবিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। রাজু ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে এসে বিকাল ৩টা নাগাদ অবস্থান নেয়। এতে শাহবাগের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ৮টার দিকে টিয়ারশেল ও কাদুনে গ্যাস ছুড়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাবির বিভিন্ন অংশে। রোববার রাতভর রাতভর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। টিয়ারশেল ও জলকামানে আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। সোমবার সকালেও ফের সংঘর্ষ হয়।
এ দিকে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বৈঠকের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সোমবার সকাল ১১টায় আন্দোলনকারীদের সঙ্গে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে বসবেন বলে জানান তিনি।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন