আমার বাঁশখালী.কম:
যেকোনো ধরনের সম্পর্কই হোক না
কেন ঝগড়া লাগলে মনে হয়, এই বুঝি সব শেষ। তখন নিজের মধ্যেই ভাবনা চলে আসে,
কেন এমনটা হচ্ছে? সত্যিই যদি আপনি আপনার সম্পর্ক বজায় রাখতে চান কিংবা
আপনার সম্পর্কটা মধুময় করে তুলতে চান তাহলে কিছু করণীয় রয়েছে সেগুলো অনসরণ
করুন। দেখবেন সব ঠিক হয়ে গেছে।
শ্রদ্ধাবোধ
স্বামী-স্ত্রী বা ভালোবাসার সম্পর্ক যেটাই
হোক না কেন কোনো সম্পর্কেই একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে তা টিকিয়ে
রাখা কঠিন হয়ে পড়ে৷ তাই একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা খুবই জরুরি৷ কোনো
ব্যাপরে দ্বিমত থাকতেই পারে, সেক্ষেত্রে একে অপরকে কষ্ট না দিয়ে বা ঝগড়া
না করে আপনার মনের কথা খুলে বলুন৷ কারণ ভালোবাসার মানুষকে অপমান বা কষ্ট
দিলে সম্পর্কে আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে৷
যে আচরণের পরিবর্তন প্রয়োজন
অনেক সম্পর্ক রয়েছে যারা রাগের মাথায়
নিজের দোষ চেপে রেখে একে অপরের ভুল-ত্রুটি বা দোষ বড় করে তুলে ধরে৷ কিন্তু
সম্পর্ক ধরে রাখতে চাইলে সেটা না করাই সবচেয়ে ভালো হয়। বরং ভালো সময় বুঝে
ঠান্ডা মাথায় আপনার সঙ্গিটিকে বলুন, তার কোন আচরণগুলো আপনাকে কষ্ট দেয়৷
দেখবেন একটু সতর্ক হয়ে চেষ্টা করলেই আস্তে আস্তে এ রকম আচরণ কমে যাবে৷
ঘরের পরিবেশকে শান্ত রাখুন
একজন অন্যজনকে দোষ না দিয়ে দৈনন্দিন জীবনে
খানিকটা পরিবর্তন আনুন৷ অর্থাৎ ঘরের পরিবেশকে বন্ধুত্বপূর্ণ রাখুন৷ ঘরকে
একটু অন্যভাবে সাজান, ফুল রাখুন, কাছের বন্ধুদের ডেকে আড্ডা দিন বা গান
শুনুন৷ নিজে সুন্দর জামা-কাপড় পরে ফিটফাট থাকুন৷ সোজা কথা, বাড়ির
দৈনন্দিন পরিবেশকে জীবন্ত করে তুলতে পারলে, সেটাই হতে পারে ভালোবাসার
মন্ত্র, সংসারে শান্তির চাবিকাঠি৷ এতে আপনার সম্পর্কও ঠিক থাকবে।
মেজাজ ঠিক রাখুন
কেউই চায় না তার সম্পর্কে ফাটল ধরুক। তবে
যখন মেজাজ খারাপ হয়ে যায় তখন সবকিছুই উল্টে যায়। এ সময় একে অপরে মধুর
সম্পর্কের কথা ভুলে যায়। এতে সম্পর্ক কখনই ইতিবাচক থাকবে না। তাই নিজের
মেজাজটাকে আয়ত্তে রাখার চেষ্টা করুন।
বন্ধুদের জন্য সময় রাখুন
বন্ধুদের জন্যও কিছুটা সময় আলাদা করে
রাখুন৷ এমন বন্ধু, যাদের সঙ্গে আপনি গল্প করতে বা কিছুটা সময় কাটতে পারেন৷
এমনটা করলে তা নিঃসন্দেহে আপনার সঙ্গীর সমস্যায় বা দাম্পত্য জীবনে উপকারে
আসবে৷ কারণ মাঝে মাঝে যখন ঝগড়া লাগে তখন খনিকটা সময় একে অপরের কাছ থেকে
আলাদা থাকলে প্রিয়তম বা প্রিয়াকে কাছে পাওয়ার আগ্রহ আরো বাড়িয়ে দেয়৷ একুশে টেলিভিশন
No comments:
Post a Comment