![]() |
বাঁশখালীতে শীলকুপ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মহিউদ্দিন (৫) নামে এক শিশুর গতকাল (রবিবার) দুপুরে মৃত্যু হয়েছে।
বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শীলকুপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম মনকিচর গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলমগীরের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (৫) গতকাল (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির উঠোনে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোজাখুঁজির পর মহিউদ্দিনকে পানিতে ভাসতে দেখে। তার চাচা মোহাম্মদ রশিদ মিয়া পানি থেকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা রশিদ মিয়া জানান, শিশুটির মৃত্যু এভাবেই লিখা ছিল, এ জন্য পানিতে পড়ে মৃত্যু হয়েছে। তার পিতা মোহাম্মদ আলমগীর শহরে মাছ ব্যবসা করে থাকে। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে বাড়িতে আসে। বিকেলে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শীলকুপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন জানান, পরিবারের লোকজনের অসাবধানতায় শিশুটির মৃত্যু হয়েছে বলে শুনেছি। সূত্র: দৈনিক পূর্বকোণ।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান





No comments:
Post a Comment