ট্রেনের আগাম টিকেট বিক্রি পয়লা জুন থেকে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, May 27, 2018

ট্রেনের আগাম টিকেট বিক্রি পয়লা জুন থেকে


আমার বাঁশখালী.কমঃ
ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামি পয়লা জুন থেকে, চলবে ৬ জুন পর্যন্ত। রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক। ঢাকা ও চট্টগ্রাম ষ্টেশন থেকে পয়লা জুন সকাল আটটা থেকে অগ্রীম টিকেট বিক্রি করা হবে। একজন যাত্রী একসঙ্গে চারটি টিকেট কিনতে পারবেন। ঢাকা ষ্টেশনে ২৬টি কাউন্টার খোলা থাকবে, এর মধ্যে মহিলাদের জন্য দু’টি কাউন্টার থাকবে।
ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানান রেলমন্ত্রী। তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী জানান, পয়লা জুন থেকে ঈদের আগ পর্যন্ত প্রতিদিন পৌনে তিন লাখ যাত্রী পরিবহন করবে রেলওয়ে। টিকেট কালোবাজারি বন্ধে প্রতি বছরের মত এ বছরও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন