আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোমান চৌধুরীঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, খুলনায় প্রমাণ হয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের পূনর্গঠনেরও দাবি জানান তিনি। ৩০মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি।
এ বিষয়ে যৌথ সভা হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের উদাহরন টেনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার অসুস্থতা আরো বেড়েছে জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। হত্যা- নির্যাতনের মাধ্যমে সারাদেশে বিরোধী মত নির্মুলের অভিযোগও করেন মির্জা ফখরুল।





No comments:
Post a Comment