আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোমান চৌধুরীঃ
আগাম তথ্য দিয়ে দুর্যোগ ঝুকি কমাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশ এখন যে কোন ধরণের দুর্যোগ মোকাবিলায় সক্ষম। রাজধানীতে প্রতিবন্ধিতা ও দুর্যোগ নিয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দুর্যোগ ও প্রতিবন্ধিতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় আর ভবিষ্যত পরিকল্পনা তৈরি করতে ঢাকায় শুরু হলো তিনদিনের প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বিগত সাড়ে চার দশকে বাংলাদেশের খাদ্য উৎপাদন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দুর্যোগ ঝুঁকিও। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ পারদর্শীতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে, কার্যকর নীতি তৈরি করে সেপথেই এগোচ্ছে বাংলাদেশ।
এমনকি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক্ষেত্রে ভূমিকা রাখবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রতিবন্ধী নারী ও শিশুদের কাছে গিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন শেখ হাসিনা।অনলাইন ডেক্স





No comments:
Post a Comment